পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Corona in Bollywood : করোনা আক্রান্ত শাহরুখ-ক্যাটরিনা, বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডরের আরোগ্য কামনা মমতার

মুম্বই-সহ মহারাষ্ট্রে সম্প্রতি ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ ৷ রবিবার বৃহন্মুম্বই পৌরসভা জানিয়েছে, এদিন বাণিজ্য নগরীতে করোনা আক্রান্ত হয়েছেন 961 জন (Corona in Mumbai) ৷

srk corona positive
করোনা আক্রান্ত শাহরুখ

By

Published : Jun 5, 2022, 7:05 PM IST

Updated : Jun 5, 2022, 7:29 PM IST

মুম্বই, 5 জুন: করোনা আক্রান্ত বলিউড অভিনেতা শাহরুখ খান ৷ অভিনেত্রী ক্যাটরিনা কাইফের করোনা রিপোর্টও পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে ৷ যদিও এই বিষয়ে মুখ খোলেননি এই দুই তারকার কেউই ৷ তবে জানা গিয়েছে, বর্তমানে এসআরকে এবং ক্যাটরিনা দু'জনই আইসোলেশনে রয়েছেন (SRK and Katrina Kaif tests corona positive) ৷ শাহরুখের করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে এদিন টুইট করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডর শাহরুখের দ্রুত সুস্থতা কামনা করেছেন তিনি ৷

সম্প্রতি একের পর এক বলি তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে ৷ তালিকায় আছেন কার্তিক আরিয়ান, আদিত্য রায় কাপুরও ৷ গত সপ্তাহে পরিচালক করণ জোহরের 50 তম জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন এই তারকাদের প্রত্যেকেই ৷ নিন্দুকেরা বলছেন করণের পার্টি থেকেই কোভিড আক্রান্ত হয়েছেন এই বলি তারকারা ৷ করণের পার্টিতে যোগদানকারী বেশিরভাগ তারকাই এখন আইফা অ্যাওয়ার্ড উপলক্ষে দুবাইয়ে রয়েছেন ৷

আরও পড়ুন : রমরমিয়ে চলছে ‘ভুল ভুলাইয়া 2’, তারমাঝেই করোনায় আক্রান্ত আরিয়ান

মুম্বই-সহ মহারাষ্ট্রে সম্প্রতি ফের বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ ৷ রবিবার বৃহন্মুম্বই পৌরসভা জানিয়েছে, এদিন বাণিজ্য নগরীতে করোনা আক্রান্ত হয়েছেন 961 জন ৷ মৃত্যু হয়েছে 1 জনের ৷ অ্যাক্টিভ কেসের সংখ্যা 4 হাজার 880 ৷

Last Updated : Jun 5, 2022, 7:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details