কলকাতা, 14 এপ্রিল : বাঙালির নববর্ষ পয়লা বৈশাখের কথা মাথায় রেখে এবার একসঙ্গে গলা মেলালেন রূপঙ্কর বাগচী, লোপামুদ্রা মিত্র এবং শ্রীকান্ত আচার্য ৷ বাংলার বারো মাসে তেরো পার্বণ ৷ উৎসব মুখর পরিবেশেই বাঙালির বেঁচে থাকা ৷ আর তার মধ্য়ে গান যে বিনোদনের অন্যতম প্রধান খোরাক, তা বলাই বাহুল্য ৷ এবার তাই পয়লা বৈশাখের কথা মাথায় রেখে ক্যারাওকে অ্যাপে নতুন গান 'পয়লা সবার থাক' নিয়ে হাজির এই শিল্পীরা (New Song Poila Sobar Thak to Celebrate Bengali New Year)৷
সম্প্রতি ক্যারাওকে একটি অ্যালবামও প্রকাশ করেছেন তাঁরা ৷ সেই অ্যালবামের নাম 'বারো মাসে তেরো পার্বণ' ৷ বাংলার উৎসবের নানা ছবি তুলে ধরে এই অ্যালবাম ৷ এই অ্যালবামে পাওয়া যাবে ইমন চক্রবর্তীকেও ৷ তারই একটি গান হল 'পয়লা সবার থাক'৷ গানের কথাতেই আছে এই সংস্কৃতিকে ছুঁয়ে থাকার ইঙ্গিত ৷ পয়লা বৈশাখ প্রত্যেক বাঙালির কোনও আলাদা জাতি বা ধর্মের নয় ৷ তাই এই গানে রয়েছে 'সবার ঘরে আলো জ্বালায় পয়লা বৈশাখ'-এর মত লাইন ৷ জানিয়ে রাখি এই অ্যালবামে জুড়ে আছে শ্রীজাত এবং জয় সরকারের নামও ৷ কারণ গানগুলির সুরের দায়িত্ব রয়েছে জয় সরকারের উপর আর কথা লিখেছেন শ্রীজাত ৷