পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

New Song Poila Sobar Thak : নববর্ষে নতুন গান নিয়ে হাজির রূপঙ্কর-লোপামুদ্রা-শ্রীকান্তরা - New Song Poila Sobar Thak

বাঙালির নববর্ষ পয়লা বৈশাখের কথা মাথায় রেখে এবার নতুন গান নিয়ে এলেন রূপঙ্কর বাগচী, লোপামুদ্রা মিত্র এবং শ্রীকান্ত আচার্য ৷ গানের নাম 'পয়লা সবার থাক' (New Song Poila Sobar Thak to Celebrate Bengali New Year) ৷

New Song Poila Sobar Thak
নববর্ষে নতুন গান নিয়ে হাজির রূপঙ্কর-লোপামুদ্রা-শ্রীকান্তরা

By

Published : Apr 14, 2022, 12:54 PM IST

কলকাতা, 14 এপ্রিল : বাঙালির নববর্ষ পয়লা বৈশাখের কথা মাথায় রেখে এবার একসঙ্গে গলা মেলালেন রূপঙ্কর বাগচী, লোপামুদ্রা মিত্র এবং শ্রীকান্ত আচার্য ৷ বাংলার বারো মাসে তেরো পার্বণ ৷ উৎসব মুখর পরিবেশেই বাঙালির বেঁচে থাকা ৷ আর তার মধ্য়ে গান যে বিনোদনের অন্যতম প্রধান খোরাক, তা বলাই বাহুল্য ৷ এবার তাই পয়লা বৈশাখের কথা মাথায় রেখে ক্যারাওকে অ্যাপে নতুন গান 'পয়লা সবার থাক' নিয়ে হাজির এই শিল্পীরা (New Song Poila Sobar Thak to Celebrate Bengali New Year)৷

সম্প্রতি ক্যারাওকে একটি অ্যালবামও প্রকাশ করেছেন তাঁরা ৷ সেই অ্যালবামের নাম 'বারো মাসে তেরো পার্বণ' ৷ বাংলার উৎসবের নানা ছবি তুলে ধরে এই অ্যালবাম ৷ এই অ্যালবামে পাওয়া যাবে ইমন চক্রবর্তীকেও ৷ তারই একটি গান হল 'পয়লা সবার থাক'৷ গানের কথাতেই আছে এই সংস্কৃতিকে ছুঁয়ে থাকার ইঙ্গিত ৷ পয়লা বৈশাখ প্রত্যেক বাঙালির কোনও আলাদা জাতি বা ধর্মের নয় ৷ তাই এই গানে রয়েছে 'সবার ঘরে আলো জ্বালায় পয়লা বৈশাখ'-এর মত লাইন ৷ জানিয়ে রাখি এই অ্যালবামে জুড়ে আছে শ্রীজাত এবং জয় সরকারের নামও ৷ কারণ গানগুলির সুরের দায়িত্ব রয়েছে জয় সরকারের উপর আর কথা লিখেছেন শ্রীজাত ৷

আরও পড়ুন : গায়ে হলুদ শেষ, 2টোয় বিয়ে ! 7টায় আসছে বিবাহিত আলিয়ার প্রথম ছবি

এই গান সম্পর্কে বলতে গিয়ে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে রূপঙ্কর বলেন, "এই গান যে ধারণা তুলে ধরে তা হল, পয়লা বৈশাখ প্রতিটি বাংলা ভাষাভাষী মানুষের, তাদের সম্প্রদায়, বর্ণ এবং বসবাসের স্থান নির্বিশেষে । আমরা মনে করি আজকের বিশ্বে গানটি খুবই গুরুত্বপূর্ণ ।" অন্যদিকে লোপামুদ্রা বলেন, "আমরা আশা করি শিরোনামটি দর্শকদের পছন্দ হবে।"

ABOUT THE AUTHOR

...view details