কলকাতা, 30 সেপ্টেম্বর: সম্প্রতি 24টি নতুন ওয়েব সিরিজের নাম ঘোষণা করেছে ওটিটি প্ল্যাটফর্ম হইচই। প্রত্যেকটি সিরিজ মুক্তি পাবে ধীরে ধীরে। তার মধ্যে একটি রয়েছে রাহুল মুখোপাধ্যায়ের 'দাদুর কীর্তি'। এই সিরিজে অভিনয় করতে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়, অনসূয়া মজুমদার, সত্যম ভট্টাচার্য, সৃজলা গুহ, কাঞ্চন মল্লিক, শান্তিলাল মুখোপাধ্যায়, ঋতব্রত মুখোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষকে।
জানা গিয়েছে, 'দাদুর কীর্তি' নিছক একটি ফ্যামিলি ড্রামা। যেখানে সৃজলার নাম পৃথা। নিজের চরিত্র নিয়ে সৃজলা বলেন, "সৃজলার সঙ্গে পৃথার খুব একটা পার্থক্য নেই। সে পরিবারের প্রতি যত্নশীল। অনেক ত্যাগ আছে ওর জীবনে। একইসঙ্গে অনেকটা বাস্তববাদী। সে স্বপ্নে গা ভাসায় না। হঠকারী সিদ্ধান্ত নেয় না। নিজের কমফর্ট জোন পেলে মেলে ধরে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষই তাই। বাকি রহস্য জানতে হলে দেখতে হবে সিরিজটা।" চরিত্র নিয়ে খুব বেশি বলা বারণ। তাই আপাতত এটুকুই জানিয়েছেন অভিনেত্রী।
সৃজলা গুহ দর্শকের কাছে পরিচিত হন 'মন ফাগুন' ধারাবাহিকের হাত ধরে। সেখানে প্রিয়দর্শিনী মিত্র বা পিহুর চরিত্রে অভিনয় করেন তিনি। এই চরিত্র তাঁকে দর্শকের মনের মণিকোঠায় পাকাপাকিভাবে আসন তৈরি করে দিয়েছে। পিহুর সঙ্গে পৃথার চরিত্রের খানিকটা মিল রয়েছে ৷ এই প্রসঙ্গ তুললে তিনি ইটিভি ভারতকে বলেন, "মিল থাকলেও দু'জনকে আলাদা করা যায় সহজেই। একটা সূক্ষ্ম লাইন আছে দু'জনকে আলাদা করার। আর সেটাকে আলাদা করে দেখানোর দায়িত্বটা আমার, একজন অভিনেত্রী হিসেবে। এই যেমন, পিহু ট্রেনে উঠে কোথাও চলে যাওয়ার কথা ভাবলে সে সঙ্গে সঙ্গে চলে যায়। পৃথা যেতে পারে না। সে অনেক ভেবে সিদ্ধান্ত নেয়।"