পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

First Show Of Jawan: অভিনয় বা রাজনীতি সব পরিচয় মিলেমিশে একাকার, কাঁধে কাঁধ মিলিয়ে 'জওয়ান' দেখলেন সৃজিত-শতরূপ - Jawan Craze in Bengal

'জওয়ান' নিয়ে উৎসাহ তুঙ্গে বাংলায় ৷ একসঙ্গে ফার্স্ট ডে ফার্স্ট শোয়ে হাজির সৃজিত, অনিন্দ্য, শতরূপরা ৷

Pic Anindya Chatterjee Insta
জওয়ান দেখলেন সৃজিত

By ETV Bharat Bangla Team

Published : Sep 7, 2023, 2:14 PM IST

Updated : Sep 7, 2023, 3:57 PM IST

কলকাতা, 7 সেপ্টেম্বর: 'জওয়ান' জ্বরে কাঁপছে কলকাতা ৷ বৃহস্পতিবার ভোর থেকেই শাহরুখের এই নতুন ছবি নিয়ে উন্মাদনা ঠিক কতখানি তার আঁচ পেয়েছিল বাংলা ৷ ভোরবেলা প্রথম শো দেখতে হাজির হয়েছিলেন টলিউডের পরিচিত জুটি নীল-তৃণা ৷ আর এবার দেখা গেল অনিন্দ্য চট্টোপাধ্যায়, সৃজিত মুখোপাধ্যায় এবং শতরূপ ঘোষকে ৷ অভিনয় জগত থেকে রাজনৈতিক মহল সকলকেই কীভাবে গ্রাস করেছে শাহরুখ আবেগ তার এক অনবদ্য নিদর্শন দেখল তিলোত্তমা ৷

অ্যাটলি কুমার পরিচালিত এই ছবি নিয়ে গত কয়েকদিন ধরেই উচ্ছ্বাস তুঙ্গে ৷ তবে তা এভাবে ছুঁয়ে যাবে বাংলাকে জানলে হিন্দি, তামিল, তেলেগুর পাশাপাশি বাংলা ভাষাতেও এই ছবি রিলিজ করার কথা ভাবতেন কি নির্মাতারা? জানা নেই ৷ সে যাই হোক প্রথম দিনেই 'জওয়ান' যে তার কথা রেখেছে তা বোঝা গেল ফ্যানেদের চোখ মুখ দেখেই ৷ ফেসবুক শতরূপ ও সৃজিতদের সঙ্গে ছবি শেয়ার করে অনিন্দ্য এদিন লিখলেন, " নবীনা সিনেমা হলে ফার্স্ট ডে ফার্স্ট শো ৷"

শতরূপ ঘোষ নিজেও রাজনীতির পাশাপাশি পা রাখছেন রূপোলি পর্দায় ৷ যদিও অভিনেতা হিসাবে নয় এই সিপিআইএম নেতাকে দেখা যাবে ক্যামেরার পিছনে ৷ পরিচালক তরুণ মজুমদারের জীবনের টুকরো ছবি তিনি তুলে আনবেন তথ্যচিত্রে ৷ এহেন শতরূপের শাহরুখ আবেগ দেখে মুগ্ধ নেটিজেনদের অনেকেই ৷ অন্য়দিকে সৃজিত তো বেশ কয়েকটি হিন্দি ভাষার কাজ করে ফেলেছেন ইতিমধ্যেই ৷ আগামিদিনে তিনি আবার বানাতে চলেছেন তাঁর নিজস্ব কপ ইউনিভার্স ৷ আর অনিন্দ্য যে ছোটপর্দা এবং ওটিটিতে কী রকম জনপ্রিয় তা আর না বললেও চলে ৷

জওয়ান দেখলেন সৃজিত অনিন্দ্য শতরূপরা

আরও পড়ুন:প্রথম দিনেই হিন্দি সিনেমায় নয়া ইতিহাস তৈরির পথে 'জওয়ান'

বিভিন্ন রিপোর্ট বলছে, অ্যাটলি কুমারের এই ছবির বাজেট নাকি প্রায় 300 কোটি ৷ বলাই বাহুল্য শাহরুখের কেরিয়ারে অন্যতম বিগ বাজেট ছবি হতে চলেছে 'জওয়ান' ৷ এমনকী সিদ্ধার্থ আনন্দ 'পাঠান' তৈরি করতেও এত টাকা খরচ করেননি ৷ তার ছবির বাজেট ছিল প্রায় 225 কোটি টাকা ৷ সেখানে শাহরুখের হোম প্রোডাকশনের এই ছবি বাজেটের টাকা কত তাড়াতাড়ি ঘরে তুলতে পারে সেটাই দেখার ৷

Last Updated : Sep 7, 2023, 3:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details