কলকাতা, 17 অগস্ট: বারংবার শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷ কিছুদিন আগেই বুকে ব্যথার সমস্যার কথা জানা গিয়েছিল তাঁর ৷ এরপর বুধবার পরিচালকের সোশাল মিডিয়ায় পোস্ট দেখে উদ্বেগ জাগে অনুরাগীদের মধ্যে ৷ "অন্ধকার নেমে আসছে, আর তার ঘনত্ব এতটাই যে, কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না।" সৃজিত মুখোপাধ্যায়ের এই পোস্ট ঘিরে নানা প্রশ্ন ওঠে ৷ অনুরাগীরা জানতে চান, কেন এই পোস্ট? কী হয়েছে পরিচালকের ? প্রিয় পরিচালক কি তা হলে অসুস্থ ?
এই ব্যাপারে পরিচালককে ইটিভি ভারতের তরফে ফোন করা হলে তাঁর সাড়া মেলেনি। তবে সবটা জানালেন সৃজিত ঘরণি রাফিয়াথ রশিদ মিথিলা। তিনি ইটিভি ভারতকে বলেন, "ফ্লু হয়েছে। এখন ভালোই আছে সৃজিত।" সম্প্রতি 'দশম অবতার' ছবির শুটিং শেষ করেছেন তিনি। বাকি রয়েছে অল্পবিস্তর কাজ। 'দশম অবতার'-এর মাত্র এক দিনের আউটডোরের শুটিংয়ের পরিকল্পনা ছিল উত্তরবঙ্গে। সেখানে যাওয়ার কথা ছিল ছবির অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য এবং জয়া আহসানেরও। 'দশম অবতার' ছবিতে রয়েছেন একঝাঁক তারকা ৷ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, যীশু সেনগুপ্ত, জয়া আহসান, অনির্বাণ ভট্টাটার্য ৷