পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Srijit Mukherjii : 'আমার পোস্ট রাজের বিরুদ্ধে নয়, নন্দনের বিরুদ্ধে', বললেন সৃজিত - সোশ্যালে বিতর্ক আমার পোস্ট রাজের বিরুদ্ধে নয় নন্দনের বিরুদ্ধে বললেন সৃজিত

রাজের বিরুদ্ধে নয়, সোশ্যালে আমার পোস্ট নন্দনের বিরুদ্ধে, বক্তব্য সৃজিত মুখোপাধ্যায়ের ৷ নন্দনে দেখানো হচ্ছে 'হাবজি গাবজি' অথচ বাতিলের তালিকায় 'X=PREM' ৷ এই নিয়েই গতকাল থেকে শুরু হয় বিতর্ক (Srijit Mukherjii Raj Chakraborty Controversy)৷

Srijit Mukherjii Raj Chakraborty Controversy
সোশ্যালে বিতর্ক, আমার পোস্ট রাজের বিরুদ্ধে নয় নন্দনের বিরুদ্ধে বললেন সৃজিত

By

Published : Jun 3, 2022, 1:04 PM IST

কলকাতা, 3 জুন :আজ একইদিনে মুক্তি পেল সম্পূর্ণ ভিন্ন স্বাদের দুটি ছবি- সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত 'X=PREM' এবং রাজ চক্রবর্তী পরিচালিত 'হাবজি গাবজি'। একটিতে রয়েছে কলেজ জীবনের প্রেম, ভালোবাসা, রোম্যান্স, মান-অভিমানের নস্ট্যালজিয়া । অন্যটিতে আজকের দিনে দাঁড়িয়ে মোবাইল গেমের মতো ক্ষতিকারক জিনিসের প্রভাবে একটি বাচ্চা ছেলের নিদারুণ পরিণতির প্রতিচ্ছবি । এই ছবি সব বয়সের মানুষের দেখা উচিত বলে মনে করেন রাজ চক্রবর্তী । এমনকী যে বয়সের শিশুর সামান্য বোধ-বুদ্ধি হয়েছে অর্থাৎ যারা বুঝতে পারবে মোবাইলের প্রতি প্রীতি তাদের কীরকম ক্ষতি করতে পারে তাদেরও দেখা উচিত এই ছবি। প্রসঙ্গত, এই ছবি 'U' সার্টিফিকেট পেয়েছে। তাই সকলেই দেখতে পারবে এই ছবি এমনটাই মনে করেন রাজ-শুভশ্রী ।

অন্যদিকে সৃজিতের 'X=PREM' প্রাপ্ত বয়স্কের উপভোগের ছবি ৷ কলেজ জীবনের প্রেম, মান-অভিমান, রোম্যান্স সবই উঠে আসবে এই ছবিতে । মোদ্দাকথা দর্শকের জন্য এই দুটি উপহার আজ হাজির । কে কোনটা দেখবে আর দেখবে না তা একেবারেই দর্শকের নিজস্ব পছন্দ । কিন্তু সমস্যা হাজির হয়েছে একটি জায়গায় । আর তা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে বিতর্ক (Srijit Mukherjii Raj Chakraborty Controversy)।

সৃজিত তাঁর নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন, " দু'টি ছবি একইদিনে মুক্তি পাচ্ছে ৷ দু তরফেই নন্দনের জন্য় আবেদন জানানো হয়েছে ৷ কিন্তু শুধুমাত্র একটি ছবিই সুযোগ পেল ৷ কেন এমন হল? কারণ যদিও সব ছবিই সমান, কিছু ছবি অন্যদের থেকে একটু বেশিই সমান ৷" সৃজিতের এই পোস্ট দেখার পর রাজ তাঁর ফেসবুকে পালটা লিখেছেন, " হাবজি গাবজি, কন্ট্রোভার্সি করে লাভ নেই। কাল ছবি কথা বলবে ।"

নন্দনে দেখানো হচ্ছে 'হাবজি গাবজি' অথচ বাতিলের তালিকায় 'X=PREM'

উল্লেখ্য, কিছুদিন আগে 'অপরাজিত' ও প্রদর্শনের জায়গা পায়নি নন্দনে । জায়গা মিলেছিল 'বেলাশুরু'র । আর এবার সেই একই ঘটনা ঘটল রাজ এবং সৃজিতের বেলায় । নন্দনে দেখানো হবে রাজ চক্রবর্তী পরিচালিত 'হাবজি গাবজি'। সৃজিতের 'X=PREM' দেখানো হবে না । সৃজিতের 'X=PREM' দেখতে হলে দর্শককে ছুটতে হবে আইনক্সে । যেখানে গিয়ে সিনেমা দেখার সামর্থ অনেকেরই নেই । অল্প খরচে ভাল ছবি দেখার আদর্শ জায়গা নন্দন । আর সেখানেই জায়গা পেল না এই ছবি । শুধু তাই নয়, শহরের অনেক প্রেক্ষাগৃহেই দেখানো হবে না এই ছবি ।

এই ব্যাপারে সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইটিভি ভারতকে বলেন, "অন্যান্য সিলভার স্ক্রিনে কেন আমার ছবি জায়গা পায়নি আমি জানি। সেই কারণগুলো আমাকে দেওয়া হয়েছে । কিছু ক্ষেত্রে তা প্রযোজক এবং হল মালিকের সম্পর্কের কারণে । আর কিছু ক্ষেত্রে যেমন স্টার থিয়েটারে 'A' রেটের ছবি দেখানো হবে না । এবার এই নিয়মটা যদি নন্দনের ক্ষেত্রেও প্রযোজ্য হয় তা হলে তা আমাকে জানতে হবে তো । আর এটা না জানতে পারার কারণেই কিন্তু এই পুরো ব্যাপারটা ঘটল ।"

তিনি আরও বলেন, "এর সঙ্গে রাজ বা 'হাবজি গাবজি'র কোনও সম্পর্ক নেই । আমি চাই রাজের 'হাবজি গাবজি'ও চলুক এবং আমার 'X=PREM' টাও চলুক । আমি চাই দুটো ছবিই চলুক নন্দনে ৷ আর নয়তো যদি দুটোর মধ্যে একটাকে নির্বাচন করা হয়, তা হলে সেটা কিসের ভিত্তিতে আমাকে বলা হোক । আমার এটুকুই দাবি আর কোনও দাবি নেই । এটা নিয়ে যখন আমাকে ফাইনালি কিছু বলা হয়নি নন্দনের তরফে, তখনই আমি সোশ্যাল মিডিয়ায় লিখি । রাজ মজা করে বলেছে যে আমি হাবজি গাবজি কন্ট্রোভার্সি ছড়াচ্ছি, আর আমিও মজা করে তার উত্তর দিয়েছি । এখানে বিতর্কের কোনও জায়গা নেই । আমি নন্দনে ফোন করার পরেই দ্বিতীয় ফোনটা করি রাজকে । কারণ রাজ আমার বন্ধু । ওর কাছে জানতে চাই এর কারণটা কি তুই কিছু জানিস যে কেন আমার ছবি দেখানো হবে না ? কিংবা 'A' রেটের ছবি দেখানো হবে না এরকম কি কোনও নিয়ম আছে নন্দনে ? রাজ আমাকে বলে এটা সম্পূর্ণ নন্দন কর্তৃপক্ষের সিদ্ধান্ত । আমি এই ব্যাপারে কিছু জানি না । আর সত্যিই ও জানে না এবং ওর কিছু বলারও নেই ।"

এই নিয়েই গতকাল থেকে শুরু হয় বিতর্ক

আরও পড়ুন : অক্ষয়কে নিয়ে সম্রাট পৃথ্বীরাজ দেখলেন যোগী, কটাক্ষ অখিলেশের

সৃজিতের কথায়, "আমি সিস্টেমের বিরুদ্ধে বলেছি, অস্বচ্ছতার বিরুদ্ধে বলেছি, কারণ না দেওয়ার বিরুদ্ধে বলেছি। কোনওভাবেই রাজ বা হাবজি গাবজির বিরুদ্ধে কিছু বলিনি এটা রাজও জানে। রাজ অত্যন্ত ভুল কথা বলছে যে আমি চাই না ওর ছবি নন্দনে চলুক। এবং এক্ষেত্রে আমি বলব রাজ এবং শুভশ্রীর যারা অগণিত ভক্ত তাদেরও বুঝতে হবে আমাকে গালাগালি করে কোনও লাভ নেই। আমি, রাজ, শুভশ্রী, পরম আমরা সকলেই খুব ভাল বন্ধু। এবং আমাদের মধ্যে একে অপরের ছবির প্রতি শুধু শুভকামনাই আছে আর কিছু নেই।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details