পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Srijit on Sara Sengupta: বাংলাকে গর্বিত করলেন যীশু কন্যা সারা, উমাকে নিয়ে আবেগে ভাসলেন সৃজিত - বাংলাকে গর্বিত করলেন যীশু কন্যা সারা

এক বিদেশী ফ্যাশন ব্র্যান্ডের হয়ে ব়্যাম্পে হাঁটলেন যীশু সেনগুপ্তর মেয়ে সারা ৷ আর তাঁর উমাকে দেখে আবেগে ভাসলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷

Etv Bharat
এক বিদেশী ফ্যাশন ব্র্যান্ডের হয়ে ব়্যাম্পে হাঁটলেন সারা শুভেচ্ছা সৃজিতের

By

Published : Mar 31, 2023, 4:13 PM IST

Updated : Apr 1, 2023, 2:25 PM IST

কলকাতা, 31 মার্চ:বয়স মাত্র 18 । আর তাতেও বিশ্বের বাছাই করা 100 জন মডেলের সঙ্গে টক্কর দিয়ে পরিবারের তো বটেই, দেশের নামও উজ্জ্বল করলেন যীশু-কন্যা সারা সেনগুপ্ত । ইউরোপের একটি বিলাসবহুল ফ্যাশন সংস্থার মডেল হয়ে র‍্যাম্পে হাঁটলেন তিনি। এই সুখবরটি সামাজিক মাধ্যমে প্রথম ভাগ করে নেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় । তিনি ভাবতেই পারছেন না তাঁর 'উমা'(2018) ছবির সেই ছোট্ট মেয়েটি আজ এত বড় হয়ে গিয়েছে ! সেই আবেগ তাঁর পোস্টে প্রকাশ পেয়েছে পরিচালকের পোস্টে ।

সারার উচ্ছ্বসিত প্রশংসা করে সৃজিত সোশাল মিডিয়ায় লিখেছেন, "আমার ছোট্ট উমা ! 'ক্রিশ্চিয়ান ডিও'র মডেল হিসাবে মনোনীত হয়েছে সে ! বিশ্বের এত মডেল যে জায়গায় আসার জন্য প্রতীক্ষা করে থাকেন, সেখানে এসেছে আমাদের উমা । অবিশ্বাস্য আত্মবিশ্বাস নিয়ে সারা হাঁটল র‍্যাম্পে । সবটাই করেছে নিজের চেষ্টায় । আমি গর্বিত, গর্বিত গর্বিত !!!"

সারার মা তথা অভিনেত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত সৃজিতকে ট্যাগ করে লাভ ইমোজি এঁকে লিখেছেন, "প্রশিক্ষণ শুরু হয়েছিল 'উমা' থেকেই ।" আর এদিন ইটিভি ভারতকে সাক্ষাৎকারে নীলাঞ্জনা বলেন, " সারার এই সাফল্যে আমরা খুশি। তবে, এতে আমাদের কোনও অবদান নেই। যা করেছে ও নিজের চেষ্টাতে করেছে।" সারা কি অভিনয়ে আসতে আগ্রহী? সারার মা বলেন, "এখনও কিছুই ঠিক নেই। সবে তো ক্লাস ইলেভেন। অনেক দেরি আছে এ সব ভাবতে। মডেলিং, অভিনয় নাকি অন্যকিছু করবে সেটা ওই ঠিক করবে যখন করবে। আমাদের কোনও ব্যক্তিগত চাহিদা নেই এই ব্যাপারে।"

সৃজিতের পোস্টের নীচে অভিনন্দন জানিয়েছেন টলিউডের তারকারাও । তাঁদের মধ্যে দেবপ্রতীম দাশগুপ্ত রয়েছেন । ইন্ডাস্ট্রিতে তাঁকে সবাই তাজু নামে চেনেন । তিনি লিখেছেন, "এই ক'দিন আগে যাকে বলতাম "ব্লু ওয়াটার পিকচার আমার কোম্পানি" শুনেই ঝগড়া করতো, আজ সে বিরাট মঞ্চে... লাভ ইউ মা ।" শুভেচ্ছা জানিয়েছেন সায়নী গুপ্তার মতো অভিনেত্রীরাও ৷

উল্লেখ্য, কলকাতায় সুপারমডেল নয়নিকা চট্টোপাধ্যায়ের কাছে কিছুদিন তালিম নিয়েছিলেন সারা । বৃহস্পতিবার এই ফ্যাশন শো'য়ে উপস্থিত ছিলেন বলিউডের রেখা থেকে শুরু করে অনুষ্কা শর্মা, সোনম কপূর, অনন্যা পাণ্ডে, ক্রিকেটার বিরাট কোহলি, এমনকী ছিলেন আম্বানিরাও । তাঁদের সামনে একমাত্র বাঙালি হিসেবে র‍্যাম্পে হেঁটে বাংলার মুখ উজ্জ্বল করলেন অষ্টাদশী সারা ।

আরও পড়ুন:মজার ভিডিয়ো পোস্ট নিকের, কী বললেন প্রিয়াঙ্কা ?

Last Updated : Apr 1, 2023, 2:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details