কলকাতা, 31 মার্চ:বয়স মাত্র 18 । আর তাতেও বিশ্বের বাছাই করা 100 জন মডেলের সঙ্গে টক্কর দিয়ে পরিবারের তো বটেই, দেশের নামও উজ্জ্বল করলেন যীশু-কন্যা সারা সেনগুপ্ত । ইউরোপের একটি বিলাসবহুল ফ্যাশন সংস্থার মডেল হয়ে র্যাম্পে হাঁটলেন তিনি। এই সুখবরটি সামাজিক মাধ্যমে প্রথম ভাগ করে নেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় । তিনি ভাবতেই পারছেন না তাঁর 'উমা'(2018) ছবির সেই ছোট্ট মেয়েটি আজ এত বড় হয়ে গিয়েছে ! সেই আবেগ তাঁর পোস্টে প্রকাশ পেয়েছে পরিচালকের পোস্টে ।
সারার উচ্ছ্বসিত প্রশংসা করে সৃজিত সোশাল মিডিয়ায় লিখেছেন, "আমার ছোট্ট উমা ! 'ক্রিশ্চিয়ান ডিও'র মডেল হিসাবে মনোনীত হয়েছে সে ! বিশ্বের এত মডেল যে জায়গায় আসার জন্য প্রতীক্ষা করে থাকেন, সেখানে এসেছে আমাদের উমা । অবিশ্বাস্য আত্মবিশ্বাস নিয়ে সারা হাঁটল র্যাম্পে । সবটাই করেছে নিজের চেষ্টায় । আমি গর্বিত, গর্বিত গর্বিত !!!"
সারার মা তথা অভিনেত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত সৃজিতকে ট্যাগ করে লাভ ইমোজি এঁকে লিখেছেন, "প্রশিক্ষণ শুরু হয়েছিল 'উমা' থেকেই ।" আর এদিন ইটিভি ভারতকে সাক্ষাৎকারে নীলাঞ্জনা বলেন, " সারার এই সাফল্যে আমরা খুশি। তবে, এতে আমাদের কোনও অবদান নেই। যা করেছে ও নিজের চেষ্টাতে করেছে।" সারা কি অভিনয়ে আসতে আগ্রহী? সারার মা বলেন, "এখনও কিছুই ঠিক নেই। সবে তো ক্লাস ইলেভেন। অনেক দেরি আছে এ সব ভাবতে। মডেলিং, অভিনয় নাকি অন্যকিছু করবে সেটা ওই ঠিক করবে যখন করবে। আমাদের কোনও ব্যক্তিগত চাহিদা নেই এই ব্যাপারে।"