কলকাতা : চলতি বছরের 3 জুন নতুন বাংলা ছবি 'X=PREM' আসছে দর্শকের দরবারে। ছবির পরিচালক সৃজিত মুখোপাধ্যায় । এবারের ছবিতে তিন নবাগতকে নিয়ে এসেছেন সৃজিত । গল্পটা চারজনের । গল্পে রয়েছে সম্পর্কের টানাপোড়েন, কলেজের প্রেম, মান-অভিমান আরও অনেক রসায়ণ। এই ছবি এক লহমায় দর্শককে কলেজ জীবন ফিরিয়ে দেবে বলে আশাবাদী পরিচালক সহ ছবির অভিনেতারাও ।
চারজনের গল্পে অর্ণবের চরিত্রে অর্জুন চক্রবর্তী, অদিতির চরিত্রে মধুরিমা বসাক, খিলাতের চরিত্রে অনিন্দ্য সেনগুপ্ত, জয়ীর চরিত্রে শ্রুতি দাস । এখানে অর্জুন ছাড়া প্রত্যেকেই বড় পর্দায় নতুন । অর্জুন ইতিমধ্যেই বড় ব্রেক দিয়েছেন 'অভিযাত্রিক' ছবিতে । মধুরিমা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী । কিন্তু বড় পর্দায় এই প্রথমবার তিনি । সেদিক থেকে দেখতে গেলে অর্জুন ছাড়া সকলেই বড় পর্দায় নতুন । ডেবিউ বলা যায় । আর এঁদের এই নতুন জার্নিতে পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের মতো একজন সফল পরিচালক ।
শুধু তা-ই নয়, পরিচালক হিসেবে বড্ড খুঁতখুঁতে তিনি । রাগীও বটে । তাঁকে নিয়ে কথা বলতে গিয়ে টোটা রায়চৌধুরীর মতো অভিনেতাও একবার ইটিভি ভারতকে বলেন, "সৃজিত তো সহজে কোনও কাজ ভাল বলে না । মারাত্মক পারফেকশনিস্ট ।" এহেন সৃজিতের সঙ্গেই আবার কাজ করতে উৎসাহী অভিনয়ে আসা প্রত্যেকেই । সৃজিতও ভালোবাসেন নতুনদের নিয়ে কাজ করতে ।
পরিচালকের কাছে আমরা জানতে চেয়েছিলাম, নতুনদের নিয়ে কাজ করার মজাটা কোথায়? সৃজিতের কথায়, "আমি তো খানিকটা ড্রাকুলার মতো (Srijit Mukherji Calls Himself A Dracula)। ড্রাকুলা যেমন রক্ত চুষে চিরযৌবন পায়, সেকরম যে কোনও কাজের ক্ষেত্রেও নতুনদের ভিতর থেকে রক্ত চু্ষতে না পারলে অর্থাৎ তাঁদের অভিজ্ঞতা কিংবা পারাটাকে চুষে নিতে না পারলে যে কোনও কাজে শ্যাওলা পড়ে যায় । নতুনদের নিয়ে কাজ করলে আখেরে লাভ আমারই হয় । নতুনদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমার চিত্রনাট্যে প্রাণসঞ্চার করতে পারি আমি । সেটা শুধু অভিনয়ের ক্ষেত্রেই নয়, গানের ক্ষেত্রেও । সানাই গান গেয়েছে এই ছবিতে। ওর থেকেও নতুনত্ব খুঁজে পেয়েছি ।"
নতুনদের সঙ্গে কাজ করা প্রসঙ্গে নিজেকে ড্রাকুলার সঙ্গে তুলনা করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় আরও পড়ুন : প্রিয় বান্ধবীর বিয়ে, সময়মতো পৌঁছে কথা রাখলেন রশ্মিকা
সৃজিত ফ্লোরে বেশ গম্ভীর, বেশ কড়া গোছের । নতুনরা বকুনি খেয়েছে কিনা সেই প্রসঙ্গে জানতে চাইলে ভিন্ন মত উঠে আসে অনিন্দ্য, অর্জুন, মধুরিমা এবং শ্রুতির কাছ থেকে । কিন্তু এই প্রসঙ্গে সৃজিত বলেন, "কে.সি নাগ এক এক জনের কাছে এক এক রকম ৷ যে ভাল পড়াশুনা করে তার কাছে এক রকম । যে ভাল পড়াশুনা করে না তার কাছে আর এক রকম। যে অভিনয়টা হোমওয়ার্ক করে এসে ভালোটা তুলে ধরে তার কাছে আমি এক রকম । যে করে না তার কাছে আমি আর এক রকম । যে বা যারা সীমিত সময়ের মধ্যে কাজ সেরে ফেলার প্রসেসটাকে সাহায্য করে তাদের কাছে আমি এক রকম যারা করে না তাদের কাছে আমি আরেকরকম । এটুকুই ।"