পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Srijit-Ditipriya Reunion: ফের সৃজিতের সঙ্গে জুটি? জল্পনা নিয়ে অবশেষে মুখ খুললেন দিতিপ্রিয়া - সৃজিত প্রসঙ্গে মুখ খুললেন দিতিপ্রিয়া

সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন দিতিপ্রিয়া রায়? জল্পনা নিয়ে এবার মুখ খুললেন নায়িকা ৷

Srijit Ditipriya Reunion
সৃজিত প্রসঙ্গে মুখ খুললেন দিতিপ্রিয়া

By

Published : Jul 1, 2023, 4:18 PM IST

কলকাতা, 1 জুলাই:ফের একবার জুটি বাঁধছেন সৃজিত মুখোপাধ্যায়-দিতিপ্রিয়া রায়? বিভিন্ন সংবাদমাধ্যমে সম্প্রতি ছড়িয়েছে এমনই খবর ৷ এ বিষয়ে নিয়ে কী বলছেন দিতিপ্রিয়া? হ্যাঁ, বিষয়টি নিয়ে তিনি মুখ খুললেও জল্পনায় এখনই সিলমোহর দিতে নারাজ দিতিপ্রিয়া ৷ তবে স্বীকার না-করলেও বিষয়টি পুরোপুরি উড়িয়েও দেননি তিনি ৷ এর আগে দিতিপ্রিয়া এবং সৃজিত একসঙ্গে কাজ করেছেন 'রাজকাহিনী' ছবিতে ৷ তাঁর অভিনয় বেশ নজরও কেড়েছিল সকলের ৷ তবে এবার শুরু হতে চলেছে তাঁদের দ্বিতীয় ইনিংস ৷

সম্প্রতি স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে ছবি তৈরির একটি ট্রেন্ড শুরু হয়েছে বলিউড-টলিউড দুই ইন্ডাস্ট্রিতেই ৷ অভিনেত্রী সারা আলি খান আগামীতে কাজ করতে চলেছেন 'অ্যায় ওয়াতন মেরে ওয়াতন' ছবিতে ৷ এই ছবিতে স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার চরিত্রে অভিনয় করবেন তিনি ৷ অন্য়দিকে অরুণ রায় পরিচালিত 'বাঘাযতীন' ছবিতে নাম ভূমিকায় অভিনয় করতে চলেছেন দেব ৷ শোনা গিয়েছে আগামীতে এমনই এক স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷

বিভিন্ন রিপোর্ট বলছে সৃজিতের ছবিতে উঠে আসতে চলেছে বিপ্লবী কন্যা বীণা দাসের কাহিনি ৷ আর ব্রিটিশ গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে হত্য়া করা এই অগ্নিকন্যার চরিত্রেই অভিনয় করতে চলেছেন দিতিপ্রিয়া ৷ এমন একটি খবরের পেপার কাটিং আজ নিজেই স্টোরিতে শেয়ার করেছেন অভিনেত্রী ৷ সরাসরি তিনি এই খবরকে মান্যতা দেননি ঠিকই তবে তা উড়িয়েও দেননি ৷ বরং ছবির ওপর একটি হাসির ইমোটিকন দিয়ে লিখেছেন 'দেখা যাক' ৷

সৃজিতের সঙ্গে কাজ নিয়ে মুখ খুললেন দিতিপ্রিয়া

আরও পড়ুন:কোলাহলে সরগরম কেল্লা! মুক্তি পেল দেবের 'ব্যোমকেশ ও দূর্গরহস্য' ছবির প্রি টিজার

অর্থাৎ এই নতুন কাজ নিয়ে এখনই হয়তো মুখ খুলতে চান না অভিনেত্রী ৷ তবে যদি এই কাজে দেখা যায় দিতিপ্রিয়াকে তবে নিশ্চয়ই তা দারুণ খবর হতে চলেছে অনুরাগীদের কাছে ৷ তিনি এর আগেও ইতিহাসের পাতা থেকে উঠে সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন ৷ ছোট পর্দায় রানি রাসমনির চরিত্রে অভিনয় করেই তিনি সাফল্যের শিখরে উঠে আসেন ৷ এবারও হয়তো তাঁকে দেখা যেতে পারে এমনই কোনও দুরন্ত বৈপ্লবিক চরিত্রে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details