কলকাতা, 1 জুলাই:ফের একবার জুটি বাঁধছেন সৃজিত মুখোপাধ্যায়-দিতিপ্রিয়া রায়? বিভিন্ন সংবাদমাধ্যমে সম্প্রতি ছড়িয়েছে এমনই খবর ৷ এ বিষয়ে নিয়ে কী বলছেন দিতিপ্রিয়া? হ্যাঁ, বিষয়টি নিয়ে তিনি মুখ খুললেও জল্পনায় এখনই সিলমোহর দিতে নারাজ দিতিপ্রিয়া ৷ তবে স্বীকার না-করলেও বিষয়টি পুরোপুরি উড়িয়েও দেননি তিনি ৷ এর আগে দিতিপ্রিয়া এবং সৃজিত একসঙ্গে কাজ করেছেন 'রাজকাহিনী' ছবিতে ৷ তাঁর অভিনয় বেশ নজরও কেড়েছিল সকলের ৷ তবে এবার শুরু হতে চলেছে তাঁদের দ্বিতীয় ইনিংস ৷
সম্প্রতি স্বাধীনতা সংগ্রামীদের নিয়ে ছবি তৈরির একটি ট্রেন্ড শুরু হয়েছে বলিউড-টলিউড দুই ইন্ডাস্ট্রিতেই ৷ অভিনেত্রী সারা আলি খান আগামীতে কাজ করতে চলেছেন 'অ্যায় ওয়াতন মেরে ওয়াতন' ছবিতে ৷ এই ছবিতে স্বাধীনতা সংগ্রামী ঊষা মেহতার চরিত্রে অভিনয় করবেন তিনি ৷ অন্য়দিকে অরুণ রায় পরিচালিত 'বাঘাযতীন' ছবিতে নাম ভূমিকায় অভিনয় করতে চলেছেন দেব ৷ শোনা গিয়েছে আগামীতে এমনই এক স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে ছবি তৈরি করতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ৷