কলকাতা, 28 অগস্ট: সংলাপহীন অভিনয়, নির্বাক দু'টি চোখজুড়ে অকল্পনীয় সব অভিব্যক্তি ৷ 'তকদীর'-এর পর 'কারাগার'৷ তাঁর অভিনয় ফের মন ছুঁয়ে গিয়েছে এপার বাংলার ৷ হইচই নামক ওটিটি-তে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজে চঞ্চল চৌধুরীর অভিনয়ে মুগ্ধ সিনেপ্রেমীদের তালিকায় রয়েছেন পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়ও (Srijit Mukherjee) ৷ চঞ্চল চৌধুরীর (Chanchal Chowdhury) চোখ দু'টি অভিনয় শিক্ষার প্রতিষ্ঠানগুলোতে সংরক্ষণ করা উচিত ৷ কারাগার দেখে ওপার বাংলার অভিনেতাকে এই ভাষাতেই দরাজ সার্টিফিকেট দিলেন জাতীয় পুরস্কারজয়ী পরিচালক (Srijit Mukherjee praises Chanchal Chowdhury after Watching Karagar) ৷ যা মন ছুঁয়ে গিয়েছে নেটপাড়ার ৷
আর 'সাবাশ মিঠু' (Shabaash Mithu) পরিচালকের প্রশংসা এবং মূল্যায়ণ দেখে কীভাবে চুপ থাকবেন চঞ্চল ৷ আপ্লুত অভিনেতা তাই কলকাতার পরিচালককে পালটা লিখলেন, "এত বড় মূল্যায়ণ !!! কৃতজ্ঞতা ও ভালোবাসা দাদা ৷" কিন্তু কারাগার দেখে উৎফুল্ল সৃজিত তো সহজে থামার পাত্র নন ৷ চঞ্চল চৌধুরীর কৃতজ্ঞতাসূচক মন্তব্যের পালটা দেন সৃজিৎ ৷