পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

পথকুকুরদের ঘরে তুললেন সোহা-কুণাল, আদুরে বার্তা শ্রীলেখার

Sreelekha Mitra on Soha Ali Khan: পথ কুকুরদের আশ্রয় দেওয়ায় সোহা আলি খানের প্রশংসা করলেন শ্রীলেখা মিত্র ৷ জানালেন পাগলদের সংখ্যা বাড়তে থাকুক ৷

Etv Bharat
রাস্তার সারমেয়দের ঘরে তুললেন সোহা

By ETV Bharat Bangla Team

Published : Dec 3, 2023, 6:01 PM IST

হায়দরাবাদ, 3 ডিসেম্বর: অভিনেত্রী সোহা আলি খান ও কুণাল খেমুর ইন্সটাগ্রাম হ্যান্ডেল যাঁরা ফলো করেন, তাঁরা সকলেই জানেন বলিউডের এই কাপল কতটা সারমেয়প্রেমী ৷ বিভিন্ন সময়ে তাঁরা রাস্তার সারমেয়দের অ্যাডপ্ট করেন ৷ বিদেশি সারমেয়র পাশাপাশি দেশি সারমেয়দের সোহা বড় করছেন যত্নআত্তি ও ভালোবাসায় ৷ দেশি সারমেয়দের প্রতি সোহা-কুণালের এই ভালোবাসার প্রশংসা করলেন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷

শনিবার সোহা আলি খান বেশ কয়েকটি ছবি পোস্ট করেন ৷ সেখানে দেখা যায় একাধিক পথকুকুরদের কোলে নিয়ে আদর করছেন সোহা-কুণাল ৷ মেয়ে ইনায়াও সেই সব সারমেয়দের সঙ্গে খেলায় মত্ত ৷ সোহা ক্যাপশনে লিখেছেন, "একটা সারমেয়কে বাঁচালে পৃথিবী বদলে যাবে না, কিন্তু একটা সারমেয়র পুরো পৃথিবী বদলে যাবে ৷" কোনও দামি বিদেশি সারমেয় নয়, পথকুকুরদের কাছে টেনে নেন সোহা-কুণাল ৷

সোশাল মিডিয়ায় রবিবার সেই পোস্ট শেয়ার করেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "এই রকম পাগলের সংখ্যা বৃদ্ধি পাক ৷ আমি যে কমপ্লেক্সে থাকি সেখানে বাগরি বলে এক মহিলা আমাকে পাগল বলেছিল ৷ এদের কাছে পাগলের পরিভাষা হল, রাস্তার কুকুর-বেড়ালদের প্রতি ভালোবাসা ৷ হ্যাঁ, আমি এই ধরনের পাগল হতে পছন্দ করব মৃত্যুর আগে ও মৃত্যুর পরেও ৷ কোথাও এদের উপর অত্যাচার দেখলে পেত্নি হয়ে ঘাড় মটকাবো, কথা দিলাম ৷"

একদিকে যেমন সোহা আলি খানের পথ কুকুরদের প্রতি ভালোবাসা নজর আসে তেমনই নজরে আসে টলিউড অভিনেত্রী শ্রীলেখার পথ সারমেয় ও মার্জারপ্রেম অগাধ ৷ তিনি নিজেও বাড়িতে একাধিক পথকুকুরদের ঠাঁই দিয়েছেন ৷ শ্রীলেখার মতো বাংলা ইন্ডাস্ট্রির চেনা মুখ স্বস্তিকা বন্দ্যোপাধ্যায়, অনিন্দ্য চট্টোপাধ্যায়, দেবলীনা দত্তরাও সারমেয়দের ভালোবাসেন, অ্যাডপ্ট করেন ৷ তাদের জন্য অন্যায়ের প্রতিবাদও করেন ৷

ABOUT THE AUTHOR

...view details