পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sreelekha-Kamaleswar on ED: পার্থর গ্রেফতারি নিয়ে কী বললেন শ্রীলেখা-কমলেশ্বর ? - Sreelekha Kamaleswar on ED Search Operation

অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হওয়া ছবি ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ তা নিয়ে শুক্রবার থেকেই মুখ খুলেছে বুদ্ধিজীবী মহল ৷ সোজাসুজি সরকারকে আক্রমণ করেছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় থেকে শুরু করে অভিনেত্রী শ্রীলেখা মিত্ররা (Sreelekha Kamaleswar on ED Search Operation) ৷

Sreelekha-Kamaleswar on ED
'দেখুন ইডি অনেকে কেস ধামাচাপা দিয়েছে' আর্জি শ্রীলেখার, 'ফ্রেঞ্চ কাট দাড়ি আর নয়' মত কমলেশ্বরের

By

Published : Jul 23, 2022, 3:04 PM IST

কলকাতা, 23 জুলাই:রাজ্যে এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ড ইতিমধ্যেই একটি নাটকীয় মোড় নিয়েছে ৷ গ্রেফতার হয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৷ তাঁর 'ঘনিষ্ঠ' অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় কুড়ি কোটি টাকা উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা ইডি । এর পাশাপাশি উদ্ধার হয়েছে কুড়িটি মোবাইল ফোন-সহ একাধিক নথিপত্রও ।

অন্যদিকে অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়ার টাকার ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ তা নিয়ে শুক্রবারই মুখ খুলেছে বুদ্ধিজীবী মহল(Sreelekha Kamaleswar on ED Search Operation) ৷ পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় শুক্রবার ব্যঙ্গের ছলে লেখেন,"যা দেখছি, কেউ 'নায়ক' ছবির রিমেক করলে স্বপ্নদৃশ্যের জন্য 'টাকার পাহাড়ের' অভাব হবে না এই বাংলায় !!!"

এর সঙ্গে শনিবারও ব্যঙ্গাত্মক ভাবে পুরো বিষয়টি নিয়ে নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি ৷ তিনি লেখেন, "এবার ভুড়িটা কমাতেই হবে। ফ্রেঞ্চ কাট বা ঘনিষ্ঠ রূপসী বা থিম পুজো - নৈব নৈব চ।" ইঙ্গিত রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের দিকেই বলে মনে করা হচ্ছে ৷

আরও পড়ুন: গ্রেফতার পার্থ চট্টোপাধ্যায় ! সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যে রওনা ইডি-র

এই ঘটনার শুক্রবার থেকেই সরব অভিনেত্রী শ্রীলেখা মিত্রও ৷ গতকালই জাতীয় পুরস্কার জিতে নিয়েছে তাঁর অভিনীত ছবি "অভিযাত্রিক"৷ তবে রাজ্যের এই গর্বের দিনেও শিরোনামে কেবল দূর্নীতির গল্প ৷ শ্রীলেখা মজার ছলে সামাজিক মাধ্যমে লেখেন,"এক কোটি আমাদের দিয়ে ধরা পড়লে কি এমন ক্ষতি হত! কোটি কোটি প্রণাম টিম জয় বাংলা ৷"

একই সঙ্গে আজও একটি পোস্ট করেছেন তিনি ৷ তিনি লিখেছেন, "পুরোনো কেসগুলো দেখুন ইডি..অনেকে আছেন ৷ একে ওকে ধরে কেস ধামাচাপা দিয়েছেন ৷ বিচার হোক এবার ৷"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details