কলকাতা, 27 এপ্রিল : 27তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে টলিপাড়ার প্রায় সকল অভিনেতা ও অভিনেত্রী আমন্ত্রণ পেয়েছিলেন ৷ কিন্তু, সেই তালিকা থেকে বাদ গিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র ৷ যা নিয়ে এ বার সোশ্যাল মিডিয়ায় রাজ্য সরকারের চিন্তাধারার সমালোচনা করলেন অভিনেত্রী (Sreelekha Mitra criticizes organizers over KIFF 2022 Invitation) ৷ যে পোস্টে শ্রীলেখা লিখেছেন, ‘‘কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2022 থেকে কোনও আমন্ত্রণ আসেনি, এমনকি একটা ফোন পর্যন্ত না ৷’’
শ্রীলেখা তাঁর এই পোস্টে প্রশ্ন তুলেছেন, রাজনৈতিক মতপার্থক্যের জন্যই কি তিনি বাদ পড়লেন ? অভিনেত্রী তাঁর পোস্টে লিখেছেন, ‘‘এটা কি আমার রাজনৈতিক মতাদর্শের কারণে, নাকি অন্য কোনও অজ্ঞাত কারণ আছে ? তৃণমূল, তৃণমূলের সরকার কি সাংঘাতিক প্রতিহিংসাপরায়ণ ৷’’
এই পোস্টের পরেই, শ্রীলেখার অনুরাগীরা আয়োজকদের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করতে শুরু করেন ৷ অভিনেত্রীর হয়ে রাজ্য সরকার ও আয়োজকদের তুলধনা শুরু করেন ৷ এমনকি অনেকে এমনও জানিয়েছেন, যে শ্রীলেখা আমন্ত্রণ পাননি ভালই হয়েছে ৷ একগাদা জঞ্জালের সঙ্গে এক স্টেজে ভাল লাগত না তাঁকে ৷ প্রসঙ্গত, উদ্বোধনী মঞ্চে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অরিন্দম শীল, রাজ চক্রবর্তী এবং টেলিভিশনের পরিচিত মুখরাও ছিলেন ৷