হায়দরাবাদ, 3 জুলাই: চর্চা চলছিল অনেকদিন ধরেই ৷ অবশেষে সোশাল মিডিয়ায় এসেছে সেই ছবি ৷ বিয়ে করলেন বাঙালি অভিনেত্রী সৃজিতা দে ৷ সুদূর জার্মানিতে বহুদিনের সঙ্গী মাইকেল ব্লম-পেপের সঙ্গে বিয়ে সারেন তিনি ৷ 1 জুলাই জীবনের নতুন অধ্যায়ের সূচণা করেছেন 'বিগবস'- খ্যাত অভিনেত্রী ৷ সোশাল মিডিয়ায় সেই ছবি আসতেই শুভেচ্ছা জানিয়েছেন অর্চনা গৌতম থেকে শিব ঠাকরে ৷
আসানসোলের মেয়ে সৃজিতা। অভিনয়ের টানে পাড়ি দিয়েছিলেন মায়ানগরী মুম্বইয়ে ৷ সেখানে ধীরে ধীরে ছোটপর্দার অন্যতম পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি ৷ জনপ্রিয় ধারাবাহিক 'কসৌটি জিন্দেগি কি'- দিয়ে অভিনয় জীবন শুরু করেন তিনি৷ তার পর একে একে 'উত্তরণ', 'করম আপনা আপনা', 'অন্নু কি হো গয়ি ওয়াহ্ ভাই ওয়াহ্'-র মতো সিরিয়ালে জনপ্রিয়তা পান ৷ বলিউড ছবি 'তাসান', 'লাভ কি দ্য এন্ড', 'মনসুন শুটআউট', 'রেসকিউ'-র মতো ছবিতে অভিনয় করেছেন ৷
সোশাল মিডিয়াতে সমান সক্রিয় সৃজিতা ৷ পাশাপাশি বিগবস 16 সিজনে প্রথমবার নিজের প্রিয়জনের নাম প্রকাশ্যে আনেন তিনি ৷ সেখান থেকেই প্রথম জানা যায়, তাঁর স্বপ্নের মানুষের কথা ৷ এক রেস্তরাঁয় দেখা হয়েছিল দুজনের। সেখান থেকেই বন্ধুত্ব, তারপর প্রেম ৷ অবশেষে বিয়ে ৷ দেশে নয়, জার্মানির হ্যামবার্গের চার্চে বিয়ে সেরেছেন অভিনেত্রী ৷ কারণ পাত্রের জন্মস্থান জার্মানি এবং তিনি খ্রিস্টান। সেই ধর্মের রীতি মেনেই বিয়ে হয়েছে তাঁর। বিয়ের দিন সৃজিতা সেজেছিলেন সাদা গাউনে ৷ গলায় হিরের নেকলেস ৷ কানে ছোট হিরের দুল ৷ অন্যদিকে বরের পরনে ছিল কালো থ্রি পিস স্যুট।