কলকাতা, 25 অক্টোবর:'ইন্ডিয়ান প্যানোরমা 2023'-এ অফিসিয়াল সিলেকশন পেল শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনীত 'রবীন্দ্র কাব্য রহস্য'। অর্থাৎ গোয়ায় 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া'-য় দেখানো হবে এই ছবি ৷ সায়ন্তন ঘোষাল পরিচালিত ছবিটির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় । সঙ্গে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী, শান্তিলাল মুখোপাধ্য়ায়, ঋতব্রত মুখোপাধ্যায়ের মতো অভিনেতারা ৷
বুধবার সোশাল মিডিয়ায় এই সুখবর জানিয়ে শ্রাবন্তী লেখেন, "রবীন্দ্র কাব্য রহস্যর মুখ্য চরিত্রাভিনেত্রী হিসেবে আমি খুশি । ছবিটা 'ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া 2023'-এর ইন্ডিয়ান প্যানোরমা বিভাগে মনোনীত হয়েছে ।" ছবির প্রযোজনা সংস্থা এসকে মুভিজ-কেও ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী । অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি ভীষণ খুশি এই খবর পেয়ে ৷
পরিচালক সায়ন্তন ঘোষাল এই ছবি বানিয়েছেন লন্ডনের প্রেক্ষাপটে । টানটান রহস্য রয়েছে ছবিতে । তবে একটু অন্য কায়দায় । ছবির কেন্দ্রে রবীন্দ্রনাথ ঠাকুর । মূলত খুনের রহস্য় এবং সিরিয়াল কিলিং-এর গল্পই আছে এই ছবিতে । এই ছবিতে দু'টো সময় উঠে এসেছে । রবি ঠাকুর নোবেল প্রাপ্তির আগে বারবার লন্ডনে যাতায়াত করেছিলেন । কবি সেই সময়ে লন্ডনে তাঁর বন্ধু উইলিয়াম রথেনস্টাইন নামে তাঁর এক বন্ধুর বাড়িতে গিয়ে থাকতেন ।