পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Jeetu-Srabanti New Film: 'আমি আমার মতো' ছবির 'শুভারম্ভ', ক্ল্যাপবোর্ড হাতে জিতু-শ্রাবন্তী - ami amar moto Goes to The Floors

'আমি আমার মতো' ছবির ক্ল্যাপ বোর্ড হাতে ক্যামেরাবন্দি হলেন জিতু-শ্রাবন্তী ৷ অভিনেত্রী জানালেন ছবির কাজ আরম্ভ হয়ে গেল আজ থেকেই ৷

Srabanti New Film
আমি আমার মতোর ক্ল্যাপ বোর্ড হাতে জিতু শ্রাবন্তী

By

Published : Jun 27, 2023, 10:34 PM IST

কলকাতা, 27 জুন: 'আমি আমার মতো' ছবির হাত ধরে আবারও জুটি বাঁধতে চলেছেন জিতু কমল-শ্রাবন্তী চট্টোপাধ্যায় ৷ হিমাংশু ধানুকা এবং অশোক ধানুকার এসকে মুভিজের ব্যানারে আসতে চলেছে এই ছবি ৷ মঙ্গলবার সিনেমার ক্ল্যাপবোর্ড হাতে ছবি শেয়ার করলেন শ্রাবন্তী-জিতুরা ৷ সঙ্গে ছিলেন রজতাভ দত্তও ৷ ছবির কাজ যে শুরু হয়ে গেল তাও জানিয়ে দিলেন অভিনেত্রী নিজেই ৷

এদিন ক্ল্য়াপ বোর্ড হাতে ছবি শেয়ার করে শ্রাবন্তী লিখেছেন, "শুভারম্ভ...আমি আমার মতো ৷" চলতি মাসেই জানা গিয়েছিল আগামী মাস অর্থাৎ জুলাই থেকে শুরু হতে চলেছে শ্য়ুটিং ৷ বিভিন্ন সংবাদমাধ্য়মের সূত্রে সামনে এসেছিল তেমনই খবর ৷ তবে এই মাসের শেষেই শুরু হয়ে গেল ছবির কাজ ৷ কিছুদিন আগেই লন্ডনে ‘বাবুসোনা’ ছবির শ্যুটিং শেষ করেছেন জিতু ও শ্রাবন্তী। ফের বড়পর্দায় জুটি বাঁধছেন দু'জনে ৷

পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের হাত ধরে এই ছবিতে কাজ করার কথা জিতু-শ্রাবন্তীর ৷ যদিও ক্ল্যাপবোর্ড হাতে নিয়ে যে ছবিদু'টি শেয়ার করলেন শ্রাবন্তী সেখানে দেখা মিলল না পরিচালকের ৷ তবে বোর্ডের পরিচালকের নামের জায়গায় চোখে পড়ল তাঁর উজ্জ্বল উপস্থিতি ৷ সম্প্রতি কমলেশ্বর শেষ করেছেন তাঁর কমেডি ছবি 'একটু সরে বসুন'-এর কাজ ৷ এই ছবিতে দেখা যাবে ইশা সাহা, ঋত্বিক চক্রবর্তীদের ৷ আর তারপরেই এই ছবির কাজে হাত দেওয়ার কথা রয়েছে তাঁর ৷

আরও পড়ুন:এলোকেশি সত্যবতীর চোখে চোখ সত্যান্বেষীর, দুর্গ রহস্যে ব্যোমকেশ জায়ার প্রথম লুক সামনে আনলেন দেব

অন্যদিকে অনীক দত্তর 'অপরাজিত' ছবিতে জিতুর দুরন্ত অভিনয় নজর কেড়েছিল সকলের ৷ তারপর থেকেই একের পর এক বড় পর্দার প্রজেক্টে ডাক পড়ছে অভিনেতার ৷ তাঁর হাতে আপাতত রয়েছে 'আপনজন' ছবির কাজও ৷ এই ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন ঋতাভরী চক্রবর্তী ৷ অন্যদিকে শ্রাবন্তীও দুই ধরনের ছবির জন্যই নিজেকে তৈরি করছেন ৷ আগামীতে তাঁকে দেখা যাবে শুভ্রজিৎ মিত্রের 'দেবী চৌধুরানী' ছবিতে ৷ এই ছবিতে তাঁর সঙ্গে রয়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং অর্জুন চক্রবর্তী ৷ এছাড়া তাঁর হাতে রয়েছে 'সাদা রঙের পৃথিবী' ছবির কাজও ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details