পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Srabanti and Jeetu: ফের শ্রাবন্তীর সঙ্গে জুটিতে জিতু, জুলাই থেকে শুরু শুটিং - শ্রাবন্তীর সঙ্গে জুটিতে জিতু

ফের একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী শ্রাবন্তী ও জিতু কমল । কমলেশ্বর মুখোপাধ্যায়ের পরিচালনায় আসতে চলেছে 'আমি আমার মতো' । 7 জুলাই থেকে শুরু হবে ছবির শ্যুটিং ।

Etv Bharat
ফের শ্রাবন্তীর সঙ্গে জুটিতে জিতু

By

Published : Jun 23, 2023, 10:57 PM IST

কলকাতা, 23 জুন: অংশুমান প্রত্যুষের 'বাবুসোনা'র পর ফের শ্রাবন্তীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা জিতু কমল। ছবির পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। কমলেশ্বর সদ্যই শেষ করেছেন 'একটু সরে বসুন' ছবির কাজ। আর এবার তিনি চিত্রনাট্য সাজিয়েছেন বাবা এবং ছেলের রসায়ন নিয়ে ৷ ছবির নাম 'আমি আমার মতো'।

কিছুদিন আগেই লন্ডন থেকে ‘বাবুসোনা’ ছবির শুটিং সেরে দেশে ফিরেছেন জিতু ও শ্রাবন্তী। কমলেশ্বর মুখোপাধ্যায়ের এই ছবির প্রেক্ষাপটও সেই লন্ডনেই ৷ এই ছবিতে জিতুর বাবার চরিত্রে দেখা যাবে রজতাভ দত্তকে। চিত্রনাট্য অনুযায়ী, উপল (জিতু) এবং সায়নী (শ্রাবন্তী) দু'জনেই বিদেশে চাকরি করেন। জিতু তথা উপলের বাবা রসিকলাল ওরফে রজতাভ নিজের দেশেই থাকেন। তিনি বিপত্নীক।

স্ত্রীর একটা জিনিস খুঁজতেই সে মূলত লন্ডনে যায়। সেখানে গিয়েই বিপত্তি । শুরু হয় বাবা-ছেলের ঝগড়া । উপল আর সায়নীর লিভ-ইন সম্পর্ক মেনে নিতে পারেন না রজতাভ। তাই তিনি বেজায় চটে যান ছেলে উপলের উপরে। তবে এখানে পরিচালক দেখিয়েছেন বিশেষ কেরামতি । ঝগড়া তো হবে কিন্তু সেটা কমিক স্টাইলে । দর্শক যাতে ফ্যামিল ড্রামায় মজাটাও পান, সেদিকেও রেখেছেন নজর পরিচালক কমলেশ্বর । তবে এই সবের মাঝে শ্রাবন্তী থুড়ি সায়নীর ভূমিকা কী, তাতেই রয়েছে রহস্য । শ্রাবন্তীর চরিত্র সম্পর্কে জানাননি পরিচালক ।

আরও পড়ুন: বিভাস চক্রবর্তীর প্রশংসা, বিগ বি-র সঙ্গে কাজ, ইটিভি ভারতে অকপট অসীম

সময়ে দাঁড়িয়ে জিতু বেশ ব্যস্ত। হাতে রয়েছে 'মানুষ' এবং 'অরণ্যের দিনরাত্রি'র মতো ছবি। ক'দিন আগেই লন্ডন থেকে ফিরেছেন অংশুমান প্রত্যুষের 'ব্যাক টু ব্যাক' দুটি ছবির শুটিং সেরে। 'আপনজন' এবং 'বাবুসোনা' দুটি ছবিরই পরিচালক অংশুমান । প্রযোজনার দায়িত্বে এসকে মুভিজ। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত 'আমি আমার মতো' ছবির প্রযোজনার দায়িত্বেও এসকে মুভিজ । নতুন কাজ নিয়ে আশাবাদী অভিনেতা জিতু কমল ইটিভি ভারতকে বলেন, "7 জুলাই থেকে শুটিং শুরু। ভালো ছবি হতে চলেছে এটুকু বলতে পারি।"

ABOUT THE AUTHOR

...view details