পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Fighter Teaser: কবে আসছে হৃত্বিকের 'ফাইটার', সোশাল মিডিয়ায় জানালেন অভিনেতা - স্পিরিট অফ ফাইটার

আসতে চলেছে বহু প্রতীক্ষিত 'ফাইটার' ছবির ঝলক ৷ সোমবার সোশাল মিডিয়ায় জানালেন অভিনেতা হৃত্বিক রোশন ৷ জানিয়েছেন, ঠিক সকাল 10টায় দর্শকদের জন্য চমক আনছে ফাইটার টিম ৷

Etv Bharat
ফাইটার-এর ঝলক কবে, জানালেন হৃত্বিক

By

Published : Aug 14, 2023, 7:29 PM IST

হায়দরাবাদ, 14 অগস্ট: কবে আসছে 'ফাইটার' ছবির ঝলক, এমন প্রশ্ন হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন অনুরাগীদের মধ্যে অনেকদিন ধরেই রয়েছে ৷ এবার সেই বিষয়ে নতুন আপডেট দিলেন ওয়ার অভিনেতা ৷ স্বাধীনতা দিবসের প্রাক্কালে অর্থাৎ সোমবার সামনে এসেছে নতুন খবর ৷ এই দিন অভিনেতা সোশাল মিডিয়ায় জানিয়েছেন, কবে আসছে 'ফাইটার' ছবির প্রথম ঝলক ৷ যা দেখে উচ্ছ্বসিত সিনেপ্রেমীরা ৷

অভিনেতা এই দিন সোশাল মিডিয়ায় লিখেছেন, "হ্যাশট্যাগ স্পিরিট অফ ফাইটার স্বাধীনতা দিবসের দিন ঠিক সকাল 10টায় ৷" ক্রিশ 3 অভিনেতার এই পোস্ট সামনে আসতেই দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়েছে ৷ ছবি পরিচালক পাঠান খ্যাত সিদ্ধার্থ ৷ হৃত্বিকের সঙ্গে এই নিয়ে তৃতীয়বার জোট বেঁধেছেন পরিচালক ৷ অ্যাকশনে ভরপুর এই ছবিতে দর্শকরা সাক্ষী থাকতে চলেছেন এরিয়াল ফাইটের ৷ হৃত্বিকের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে দীপিকা পাড়ুকোন ও অনিল কাপুরকে ৷ 2024-এর 25 জানুয়ারি মুক্তি পাবে 'ফাইটার' ৷

অভিনেতা এর আগে পরিচালক সিদ্ধার্থের সঙ্গে জুটি বেঁধে দুটি ব্লকব্লাস্টার হিট ছবি উপহার দিয়েছেন ৷ 2014 সালে মুক্তি পেয়েছিল 'ব্যাং ব্যাং' ও 2019 সালে মুক্তিপ্রাপ্ত ছবি 'ওয়ার' ৷ এবার তাঁরা উপহার দিতে চলেছেন 'ফাইটার' ৷ অন্যদিকে, বছরের শুরুতেই শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধে সিদ্ধার্থ উপহার দিয়েছেন 'পাঠান' ৷ শাহরুখের সিনেমার বক্সঅফিস সাফল্য নতুন করে বলার অপেক্ষা রাখে না ৷ অলটাইম ব্লকব্লাস্টারের তালিকায় জায়গা করে নিয়েছে 'পাঠান' ৷ শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহামের অ্যাকশন ঝড় তুলেছিল দর্শক মনে ৷

আরও পড়ুন: ফাঁস 'জওয়ান' ছবির দৃশ্য, আদালতের দ্বারস্থ শাহরুখ-গৌরী

'ফাইটার' ছাড়াও হৃত্বিককে দেখা যাবে 'ওয়ার 2' ছবিতে ৷ বিপরীতে দেখা যাবে জুনিয়র এনটিআর ও কিয়ারা আদবানি ৷ অয়ন মুখোপাধ্যায় রয়েছেন এই ছবি পরিচালনার দায়িত্বে ৷ তবে ছবি মুক্তির সময় এখনও পর্যন্ত জানা যায়নি ৷ 'ব্রহ্মাস্ত্র পার্ট টু' শুটিংয়ের আগে এই ছবির কাজ শেষ করবেন অয়ন মুখোপাধ্যায় ৷

ABOUT THE AUTHOR

...view details