পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Tribute to Rabindranath Tagore: দেশ-বিদেশের শিল্পীদের নিয়ে শহরের বুকে আন্তর্জাতিক রবীন্দ্র সমারোহ - Tribute to Rabindranath Tagore

একটু ভিন্ন ভাবে রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাতে চলেছে 'আন্তর্জাতিক রবীন্দ্র সমারোহ' ৷ ফেব্রুয়ারির শুরুতেই আয়োজিত হতে চলেছে এই অনুষ্ঠান ৷ সেখানে অংশ নেবেন কলকাতা, বাংলাদেশ এবং লন্ডনের শিল্পীরা (Programme in Kolkata To Remember Rabindranath )।

Etv Bharat
একটু ভিন্ন ভাবে রবি ঠাকুরকে শ্রদ্ধা জানাতে চলেছে আন্তর্জাতিক রবীন্দ্র সমারোহ

By

Published : Jan 30, 2023, 6:59 PM IST

কলকাতা, 30 জানুয়ারি: শুরু হতে চলেছে এক সম্পূর্ণ ভিন্ন ধারার আয়োজন 'আন্তর্জাতিক রবীন্দ্র সমারোহ'। প্রধান উদ্যোক্তা প্রবাসী বাঙালি ডঃ আনন্দ গুপ্ত । আগামী 3 থেকে 5 ফেব্রুয়ারি রবীন্দ্র সদনে বিকাল পাঁচটায় অনুষ্ঠিত হবে এই এই বিশেষ অনুষ্ঠান । আর সমাপনী অনুষ্ঠানটি আগামী 8 ফেব্রুয়ারি, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে বিকেল পাঁচটায় অনুষ্ঠানিত হবে। এই চারদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কলকাতা, বাংলাদেশ এবং লন্ডনের প্রথিতযশা শিল্পীরা (Programme in Kolkata To Remember Rabindranath)।

প্রতিদিনই ভিন্ন আঙ্গিকে রবীন্দ্রনাথের সৃষ্টিকে উদযাপন করবেন কলাকুশলীরা । নতুন নতুন বিষয় এবং সেই বিষয় ভাবনাই উঠে আসবে অনুষ্ঠানের মধ্য়ে দিয়ে ৷ ঠিক যেমন 3 ফেব্রুয়ারি অনুষ্ঠানে যে বিষয় উঠে আসবে তা হল 'গুরুদেব ও স্বদেশ ভাবনা'। কণ্ঠ দেবেন প্রমিতা মল্লিক, ড: আনন্দ গুপ্ত এবং দক্ষিণায়নের ছাত্রছাত্রীরা ৷ নৃত্য পরিবেশন করবেন শুভাশিস ভট্টাচার্য, সুস্মিতা ভট্টাচার্য, দীপ্তাংশু পাল এবং গার্গী নিয়োগী ।

তেমনই আবার 4 ফেব্রুয়ারি যে বিষয়টি বেছে নেওয়া হয়েছে তা হল 'প্রেমের আড়ালে রবি'। গানে থাকবেন শ্রাবণী সেন, ড: আনন্দ গুপ্ত এবং দক্ষিণায়নের ছাত্রছাত্রীবৃন্দ । এই দিন পাঠে থাকবেন দেবাশিস কুমার, দেবযানী বসু কুমার এবং শুভদীপ চক্রবর্তী । আর সবশেষে থাকছে গুরু সঞ্চিতা ভট্টাচার্যের পরিচালনায় অধরা মাধুরী ।

আরও পড়ুন:ছোড়া হল বোতল, কর্ণাটকে আক্রান্ত কৈলাশ খের

5 ফেব্রুয়ারির নিবেদন 'হে অনন্তপুণ্য'। নিবেদনে থাকবেন স্বাগতালক্ষ্মী দাশগুপ্ত, অদিতি মহসিন, ড: আনন্দ গুপ্ত এবং শুভদীপ চক্রবর্তী । আসন্ন এই অনুষ্ঠান ঘিরে প্রধান উদ্যোক্তা ড: আনন্দ গুপ্ত বলেন, " রবীন্দ্রসঙ্গীতের এমন উৎসব বেশ অন্যরকম তা বলতে আমার দ্বিধা নেই । আমরা লন্ডন থেকে যেমন আসছি, থাকছেন কলকাতা, বাংলাদেশের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পীরা । রবীন্দ্রনাথ ঠাকুর তো শুধু বাংলার নন, তিনি আন্তর্জাতিক । তাঁর কাজ দেশ-কাল সীমানা ছাড়িয়ে সুদূরে বিস্তৃত । সেই শিল্পীকে এই আয়োজনের মাধ্যমে আমরা শ্রদ্ধা জানাব ।"

ABOUT THE AUTHOR

...view details