কলকাতা, 30 জানুয়ারি: শুরু হতে চলেছে এক সম্পূর্ণ ভিন্ন ধারার আয়োজন 'আন্তর্জাতিক রবীন্দ্র সমারোহ'। প্রধান উদ্যোক্তা প্রবাসী বাঙালি ডঃ আনন্দ গুপ্ত । আগামী 3 থেকে 5 ফেব্রুয়ারি রবীন্দ্র সদনে বিকাল পাঁচটায় অনুষ্ঠিত হবে এই এই বিশেষ অনুষ্ঠান । আর সমাপনী অনুষ্ঠানটি আগামী 8 ফেব্রুয়ারি, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির রথীন্দ্র মঞ্চে বিকেল পাঁচটায় অনুষ্ঠানিত হবে। এই চারদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন কলকাতা, বাংলাদেশ এবং লন্ডনের প্রথিতযশা শিল্পীরা (Programme in Kolkata To Remember Rabindranath)।
প্রতিদিনই ভিন্ন আঙ্গিকে রবীন্দ্রনাথের সৃষ্টিকে উদযাপন করবেন কলাকুশলীরা । নতুন নতুন বিষয় এবং সেই বিষয় ভাবনাই উঠে আসবে অনুষ্ঠানের মধ্য়ে দিয়ে ৷ ঠিক যেমন 3 ফেব্রুয়ারি অনুষ্ঠানে যে বিষয় উঠে আসবে তা হল 'গুরুদেব ও স্বদেশ ভাবনা'। কণ্ঠ দেবেন প্রমিতা মল্লিক, ড: আনন্দ গুপ্ত এবং দক্ষিণায়নের ছাত্রছাত্রীরা ৷ নৃত্য পরিবেশন করবেন শুভাশিস ভট্টাচার্য, সুস্মিতা ভট্টাচার্য, দীপ্তাংশু পাল এবং গার্গী নিয়োগী ।