পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Remembering Great Singers in Post Card: পোস্টকার্ডে এলভিস থেকে আরডি বর্মণ - special post card for world music day

এই আধুুনিক সময়ে পোস্ট কার্ড যখন প্রায় ব্রাত্য তখন সেই চিঠি পাঠানোর নস্টালজিয়াকে উস্কে দিল 'সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন' । এ বছর এই সংস্থা পোস্টকার্ড মারফত জনসংযোগের কাজে শামিল হল । একদিকে থ্যালাসেমিয়া সংক্রান্ত প্রচার আর অন্যদিকে আন্তর্জাতিক সঙ্গীত দিবসে স্মরণ করা হল স্বনামধন্য সঙ্গীত শিল্পীদের (Great Singers will be Remembered in Post Card on World Music Day) ৷

Remembering Great Singers in Post Card
পোস্টকার্ডে এলভিস থেকে আর.ডি. বর্মণ... অন্যরকম উদ্যোগ 'সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন'-এর

By

Published : Jun 17, 2022, 6:39 PM IST

কলকাতা, 17 জুন :সময়টা বড়ই আধুনিক । যোগাযোগ ব্যবস্থাতেও তার প্রভাব যথেষ্টই পড়েছে । সেই রানারের চিঠি বিলির দিন আজ আর প্রায় নেই বললেই চলে ৷ হয়ত কোনও সরকারি কাজ না-হলে খুব প্রয়োজন ছাড়া চিঠি-চাপাটির দিন আজ অনেকটাই সেকেলে । আধুনিকতার ছোঁয়ায় ইউটিউবে আজ মানুষ ব্লগ দেখেন, ইমেল, হোয়াস্টঅ্যাপে মনের কথা, কাজের কথা আদান প্রদান করেন ।

তবে একটা সময় ছিল যখন চিঠিই ছিল যোগাযোগের মাধ্যম । প্রিয়জনের চিঠির আসলে আনন্দে অনেকেই গুনগুন করে উঠতেন "চিঠঠি আয়ি হ্য়ায়, আয়ি হ্যায়..." ৷ যেহেতু মানুষের প্রয়োজনের মাধ্যম ছিল চিঠিপত্র তাই অনেক সচেতনতা সংক্রান্ত বিষয়ও পোস্টকার্ডে ছাপা হত । দেওয়া হতো নানা রকমের বিজ্ঞাপন । সেই দিন কই আজ ?...একটা সময় পোলিও দূরীকরণ কর্মসূচির বিজ্ঞাপন বেশ চোখে পড়ত । থাকত সিনেমার বিজ্ঞাপন এবং নানা রকম বাণিজ্যিক দ্রব্যের বিজ্ঞাপনও । ডাক বিভাগের এটা ছিল আয়ের একটি সূত্র ।

একদিকে থ্যালাসেমিয়া সংক্রান্ত প্রচার আর অন্যদিকে আন্তর্জাতিক সঙ্গীত দিবসে স্মরণ করা হল সনামধন্য কৃতি সঙ্গীত শিল্পীদের

সেই দিন অতীত হলেও এই প্রজন্মের ছেলেমেয়েদের কাছে পোস্টকার্ডের মধ্যমে সেই চিঠি পাঠানোর নস্টালজিয়াকে উস্কে দিল 'সেরাম থ্যালাসেমিয়া প্রিভেনশন ফেডারেশন' । এ বছর এই সংস্থা পোস্টকার্ড মারফত জনসংযোগের কাজে শামিল হল (Post Card on World Music Day) ৷ পোস্টকার্ড পাঠাল বিভিন্ন ক্লাব, সামাজিক সংস্থার কর্মী-সদস্যদের । উদ্যেশ্য একটাই, থ্যালাসেমিয়া বিষয়ে সচেতনতা বৃদ্ধি । তবে পন্থা একটু অন্যরকম ।

'আন্তর্জাতিক সঙ্গীত দিবস'-এর প্রাক্কালে বিশ্ব সঙ্গীতের আঙ্গিনায় স্বনামধন্য কৃতি সঙ্গীত শিল্পীদের পোস্টকার্ডে স্মরণ করল এই সংস্থা । পোস্ট কার্ডের একপাশে যেমন আছে থ্যালাসেমিয়া সংক্রান্ত সচেতনতার কথা, অপর দিকে আছে এলভিস প্রেসলি, ম্যাডোনা, সলিল চৌধুরী, রাহুল দেব বর্মণ, জন লেনন-এর মতো সঙ্গীতজ্ঞদের নিয়ে কিছু তথ্য । গানের ভুবনে যাঁদের কৃতিত্ব অনস্বীকার্য এই পোস্টকার্ড থ্যালাসেমিয়া সচেতনতার পাশাপাশি ওঁদেরকেও স্মরণ করে নিল ।

আরও বলেন : যুদ্ধ নয় শান্তির বার্তা দিতে নতুন মিউজিক ভিডিয়ো নিয়ে হাজির অনুপ , প্রদ্যুৎ এবং কিশোর

এই বিষয়ে সংস্থার সম্পাদক সঞ্জীব আচার্য বলেন, "পোস্টকার্ড হল জনসংযোগের সব থেকে পকেটফ্রেন্ডলি মাধ্যম । এখন এসব অতীত । এখন পোস্টকার্ডের দাম কত জিজ্ঞাসা করলে অনেকেই বলতে পারবেন না । আমরা সেই নস্টালজিয়াটাকে ফিরে দেখলাম এই গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে । আর গানের এই বিশেষ দিনকে মনে করলাম বিশ্বসঙ্গীতের কয়েকজন কিংবদন্তিকে, যাঁরা সঙ্গীতের মাধ্যমে মানুষের সেবা করেছেন । মিউজিক থেরাপি মানুষের মন ভাল রাখার ওষুধ । এই দুই গুরুত্বপূর্ণ বিষয়কে মাথায় রেখেই আমরা এবার পোস্টকার্ডের মাধ্যমে জনসংযোগে নামলাম ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details