পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Soumya Mukherjee On Aguntuk: অনিলার ছেলের সঙ্গে নিজের মিল খুঁজে পান সৌম্য, জানালেন 'আগন্তুক' ঘিরে অনুভূতির কথা - আগন্তুক ঘিরে অনুভূতির কথা জানালেন সৌম্য

'আগন্তুক' ছবির অনিলার পুত্রর সঙ্গে নিজের মিল খুঁজে পেয়েছিলেন নিজের ৷ উৎপল প্রসঙ্গে কথা বলতে গিয়ে এভাবেই তাঁর প্রিয় ছবির গল্পে ঢুকে পড়লেন সৌম্য় মুখোপাধ্যায় (Soumya Mukherjee on Agantuk And Utpal Dutt)৷

Soumya Mukherjee
আগন্তুক ঘিরে অনুভূতির কথা জানালেন সৌম্য

By

Published : Mar 30, 2023, 12:17 PM IST

কলকাতা, 30 মার্চ: 29 মার্চ ছিল কিংবদন্তি নাট্যকার, অভিনেতা উৎপল দত্তর 94তম জন্মদিন । তাঁর জীবনের অন্যতম সেরা ছবি 'আগন্তুক'-এর একটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেন এই প্রজন্মের অভিনেতা সৌম্য মুখোপাধ্যায় । তাঁর সঙ্গে কথা বলে ইটিভি ভারত জানতে পারে এই ছবির সঙ্গে তাঁর শৈশব, কৈশোর এবং যুবাকালের যোগসূত্র ।

সৌম্য বলেন, "ওঁর কাজ নিয়ে কথা বলার ক্ষমতা আমার নেই । কিন্তু এই সিনেমাটা আমার হৃদয় জুড়ে আছে । আমার শৈশব, কৈশোর এবং যৌবনকে ভিন্নভাবে ভিন্ন বার্তা দিয়েছে এই সিনেমাটি। তাই ছবিটি আমি সামাজিক মাধ্যমে শেয়ার করেছি (Soumya Mukherjee on Agantuk And Utpal Dutt)।"

সৌম্য আরও বলেন, "আগন্তুক আমার কাছে স্মরণীয় একটা ছবি । এটার সঙ্গে আমার শৈশবের যোগ আছে । ছবিটা আমার জন্মের আগে রিলিজ করেছে । আর সেই ছবি নিয়ে আজ এতগুল বছর পরে আমরা আলোচনা করছি । ছবিটা আমি দেখেছি ক্লাস টু কি থ্রি-তে যখন পড়ি । আমার মনে আছে আমার মা আমাকে এই ছবিটি দেখিয়েছিলেন । ওইটুকু বয়সেই আমি চোখ সরাতে পারিনি যখন দেখছিলাম ছবিটা । আমার মনে আছে যে চরিত্রটার সঙ্গে আমি নিজেকে একাত্ম করতে পেরেছিলাম সে হল অনিলার পুত্র । কোথাও গিয়ে মনে হয়েছিল আমি ওই ছেলেটি এবং আমার দাদু আমাকে এই কথাগুলো বলছে ।"

সৌম্য বলেন, "ছবিটা আমি কতবার দেখেছি তা গুনে বলতে পারব না । নানা বয়সে একাধিকবার দেখেছি । যে বয়সে যতবার দেখেছি ততবার আমাকে নানারকমের অনুভূতি দিয়েছে এই ছবি । শৈশবে একরকম, কৈশোরে একরকম আবার এখন আমার যে বয়স সেই সময়ে একরকম । ছবিটা যত দেখেছি তত অর্থগুলো বদলে বদলে গিয়েছে ছবিটার । আমি প্যান্ডেমিকের সময়ে যখন দেখেছি তখন চমকে গেছি । তখন আমাদের কী রকম অবস্থা ছিল? নিত্য প্র‍য়োজনীয় জিনিসগুলো নিয়ে যদি বাঁচতে পারি তাহলেই হল । সেটাও দেখেছি ছবিতে । আসলে ছবিটা সবসময়ের জন্য প্রাসঙ্গিক । সব বয়সের মানুষের দেখার মতো ।"

আরও পড়ুন:কেমন হল অজয়ের 'ভোলা', কী বলছে নেটপাড়ার রিপোর্ট?

ABOUT THE AUTHOR

...view details