পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Soumitrisha Shares Pics: ছবির কাজের তোড়জোড় শুরু সৌমিতৃষার, অতনু-অভিজিতদের সঙ্গে ফ্রেমবন্দি 'মিঠাই' - অতনু অভিজিতদের সঙ্গে ফ্রেমবন্দি মিঠাই

'প্রধান' ছবির পরিচালক এবং প্রযোজকের সঙ্গে ছবি শেয়ার করলেন সৌমিতৃষা ৷ অতনু রায়চৌধুরী এবং অভিজিৎ সেনের সঙ্গে ছবি শেয়ার করে তিনি লিখলেন 'মেন্টরদের সঙ্গে ৷'

Soumitrisha Shares Pics
অভিজিত এবং অতনুর সঙ্গে ছবি শেয়ার করে সৌমিতৃষার

By

Published : Jun 6, 2023, 10:03 AM IST

কলকাতা, 6 জুন:এর আগেও টেলিভিশনের নায়িকাদের সঙ্গে জুটি বেঁধে বক্স অফিসে সাড়া জাগিয়েছেন দেব ৷ বাংলা ধারাবাহিকের অতি পরিচিত মুখ শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে 'প্রজাপতি' ছবিতে তাঁর জুটি রীতিমতো সুপারহিট হয়েছিল ৷ এবার আরও এক নায়িকা বড় পর্দায় অভিষেক করতে চলেছেন দেবের হাত ধরে ৷ ছবির নাম 'প্রধান' ৷ 'টনিক' এবং 'প্রজাপতি'র পর এই ছবিতে আরও একবার জুটি বাঁধছেন পরিচালক অভিজিৎ সেন এবং দেব ৷ আর এই ছবিতে দেবের নায়িকা টেলিভিশনের ভীষণ পরিচিত মুখ সৌমিতৃষা ৷ তাঁকে অবশ্য় মিঠাই নামেই বেশি চেনে আম জনতা ৷

আদৃতের সঙ্গে তাঁর জুটি রীতিমতো সুপারহিট ৷ শেষ হতে চলেছে সেই পরিচিত ধারাবাহিক 'মিঠাই'-এর সফর ৷ এবার দেবের সঙ্গে বড় পর্দায় পা রাখবেন নায়িকা ৷ সোমবার গভীর রাতে বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন সৌমিতৃষা ৷ যেখানে তাঁকে দেখা গিয়েছে পরিচালক অভিজিৎ সেন এবং প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে ৷ এদিন হলুদ সালোয়ারে ঘরোয়া সাজে ক্যামেরার সামনে এলেন ছোট পর্দার এই পরিচিত নায়িকা ৷

তাঁর প্রিয় অভিজিতদা এবং অতনুদার সঙ্গে ছবি শেয়ার করে সৌমিতৃষা লেখেন, "আমাদের মেন্টরদের সঙ্গে একটা সন্ধ্য়া ৷ অভিজিতদা এবং অতনুদা ৷" হ্যাশট্যাগে 'প্রধান' ছবিরও উল্লেখ করেছেন তিনি ৷ দেব এখন ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি 'ব্যোমকেশ ও দুর্গ রহস্য়'-এর শ্যুটিং নিয়ে ইতিমধ্যেই তাঁর ছবির তৃতীয় পর্বের শ্যুটিংয়ের কাজও শেষ ৷ তাছাড়া তাঁর হাতে রয়েছে 'বাঘাযতীন' ছবির কাজও ৷ আর দুুই ছবির সঙ্গেই যুক্ত হতে চলেছে অভিজিৎ সেনের এই স্বপ্নের প্রজেক্ট 'প্রধান' ৷

আরও পড়ুন:'কাকু নিজের স্ত্রী'র সঙ্গে থাকুন', ডেটিং প্রস্তাবের সপাটে জবাব স্বস্তিকা কন্যার

অতনু রায়চৌধুরীর প্রযোজনায় এই ছবি কবে মুক্তি পেতে চলেছে তা এখনও জানা নেই ৷ দেব-সৌমিতৃষা ছাড়াও ছবিতে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে ৷ বিভিন্ন সংবাদ মাধ্য়মের রিপোর্ট অন্তত তেমনটাই বলছে ৷ যদিও ছবির গল্প বা অন্য অভিনেতা, অভিনেত্রীদের সম্পর্কে কোনও কিছুই সেভাবে সামনে আসেনি ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details