হায়দরাবাদ, 5 নভেম্বর: বারবার বারণ করা সত্ত্বেও কথা শুনলেন না অক্ষয় কুমার ৷ অজয় দেবগণের কথা অমান্য করেই হেলিকপ্টার থেকে ঝাঁপ দিতে দেখা গেল খিলাড়ি কুমারকে ৷ ছবি সামনে আসতেই নিমেষে ভাইরাল 'সিংঘম এগেইন' ছবির শুটিংয়ের দৃশ্য ৷
রবিবার সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন সিংঘম অজয় ৷ সেখানে দেখা যাচ্ছে, সেনা হেলিকপ্টার থেকে লাফ দিয়েছেন খিলাড়ি অক্ষয় ৷ দু'হাতে দুটো বন্দুক ৷ সেই ছবি শেয়ার করেই অজয় লিখেছেন, "বারণ করেছিলাম ৷ তাও হেলিকপ্টার করে এসেছে আমার বন্ধু সূর্যবংশী ৷" বোঝাই গিয়েছে, সিংঘম এগেইন-এর ছবির দৃশ্যের ঝলক অনুরাগীদের সঙ্গে শেয়ার করেছেন অজয় ৷
শুরু থেকেই আলোচনার শিরোনামে রয়েছে রোহিত শেট্টির কপ ইউনিভার্স ৷ পাঁচ নম্বর ইনস্টলমেন্ট হতে চলেছে সিংঘম এগেইন ৷ অজয় দেবগণ ছাড়াও ছবিতে রয়েছেন অক্ষয় কুমার, রণবীর সিং, টাইগার শ্রফ, দীপিকা পাড়ুকোন ও করিনা কাপুর খান ৷ বেশ কিছুদিন আগেই রামোজি ফিল্মসিটিতে ছবির শুটিং সেরে গিয়েছেন অজয় ও করিনা ৷ সেই ছবি সোশাল মিডিয়াতে শেয়ারও করা হয়েছে ৷ ছবিতে এবার অক্ষয় কুমারের ফার্স্ট লুক পোস্টার প্রকাশ্যে আনলেন অজয় দেবগণ ৷