পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sonu Nigam New Song: 'কাছের মানুষ'-এ গান গাইতে কোনও পারিশ্রমিক নেননি সোনু নিগম - Dev on Sonu Nigam New Song

মুক্তি পেল 'কাছের মানুষ' ছবিতে সোনু নিগমের গাওয়া গান "যদি ভালোবাসো আমায় মুক্তি দাও"(Sonu Nigam)। এই গান গাওয়ার জন্য নাকি এক টাকাও পারিশ্রমিক নেননি গায়ক(Sonu Nigam New Song) ৷ এমনটাই জানালেন ছবির অভিনেতা-প্রযোজক দেব(Jodi Bhalobaso Amay Mukti Dao) ৷

Sonu Nigam New Song
'কাছের মানুষ'-এ গান গাওয়ার জন্য কোনও পারিশ্রমিক নেননি সোনু নিগম

By

Published : Sep 17, 2022, 10:29 AM IST

কলকাতা, 17 সেপ্টেম্বর:দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলে তখন তিল ধারণের জায়গা নেই । কেন? কারণ সেখানে কিছুক্ষণের মধ্যে হাজির হবেন বাঙালির ক্রাশ দেব এবং সারা ভারতের সঙ্গীতপ্রেমীদের ক্রাশ সোনু নিগম । দেব প্রযোজিত এবং অভিনীত ছবি 'কাছের মানুষ'-এর গানে কণ্ঠ দিয়েছেন সোনু নিগম (Sonu Nigam New Song in Kacher Manush)। সোনুরই এদিন জনগণের দরবারে আসার কথা দেবের সঙ্গে ।

খবরটা চাউর হতেই ভিড় জমে মঞ্চের সামনে । এরপর দীর্ঘ অপেক্ষা । কখন আসবেন তারকারা । এর মাঝেই চলতে থাকে আগতদের সঙ্গে সঞ্চালকের প্রশ্নোত্তর পর্ব । একটি ফ্যাশন শো-এরও আয়োজন ছিল এদিন। ছৌ-নৃত্যও পরিবেশন করেন ছৌ শিল্পীরা । ছবির গান "কলি যুগে বাঁচতে গেলে টাকা লাগে" গানটি মঞ্চে গেয়ে সকলের মন জয় করে নেয় ছোট্ট প্রাঞ্জল । এরপর অপেক্ষার অবসান । মঞ্চে হাজির দেব এবং সোনু নিগম । সঙ্গে ছবির সঙ্গীত পরিচালক নীল, সঙ্গীত শিল্পী প্রাঞ্জল, ছবির পরিচালক পথিকৃৎ বসু এবং নায়িকা ঈশা সাহা ।

এর জন্য নাকি এক টাকাও পারিশ্রমিক নেননি গায়ক

দেব এবং সোনুর প্রতি ভালোবাসা উজার করে দেন ভক্তরা । এদিন মুক্তি পেল সোনুর গাওয়া গান "যদি ভালোবাসো আমায় মুক্তি দাও"(Jodi Bhalobaso Amay Mukti Dao)। সোনুর কণ্ঠে সরাসরি এই গান শুনল শহরবাসী । জানা গেল এই গানটি গাওয়ার জন্য একটি টাকাও দেবের কাছ থেকে নেননি সোনু । সোনু বলেন, " গানটার কথাগুলো যখন আমি পড়ি তখন আমার চোখে জল চলে আসে । যদি ভালোবাসো আমায় মুক্তি দাও- এই কথাটা আমার অন্তরে গিয়ে বাঁধে । খুব ভালো কথা এবং সুর । ভালো লাগছে যে মানুষ গানটা আজ থেকেই ভালোবাসতে শুরু করেছে ।"

মুক্তি পেল 'কাছের মানুষ' ছবিতে সোনু নিগমের গাওয়া গান "যদি ভালোবাসো আমায় মুক্তি দাও"

দেব বলেন, "আমরা পারিশ্রমিক পাঠালে সোনুজি পারিশ্রমিক ফেরত পাঠিয়ে দেন । এরকমটা ভাবা যায় না ।.... আমি সোনুজিকে কলকাতায় আসতে অনুরোধ করার এক সেকেন্ডের মধ্যে উনি জানিয়ে দেন আসবেন । এর থেকে বড় পাওয়া আর কী হতে পারে(Dev on Sonu Nigam New Song)?" এদিন কলকাতার জামাই তিলোত্তমার প্রতি নিজের ভালোবাসা ব্যক্ত করেন এবং বলেন, "আই লাভ ইউ"।

আরও পড়ুন:শরৎচন্দ্রের জন্মদিনে হাজির ঋতুপর্ণার 'দত্তা'র ফার্স্ট লুক

এদিন সকলের অনুরোধে সোনু গেয়ে শোনান তাঁর বিখ্যাত গান " দিওয়ানা, ম্যায় হুঁ দিওয়ানা তেরা..."। দেবও এদিন কথা দেন একে একে মুম্বইয়ের এহেন গুণী শিল্পীদের তিনি হাজির করবেন কলকাতাবাসীর সামনে । 30 সেপ্টেম্বর দর্শক মুক্তি পাচ্ছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঈশা সাহা অভিনীত 'কাছের মানুষ'।

ABOUT THE AUTHOR

...view details