মুম্বই, 4 ডিসেম্বর:একসঙ্গে সাত-সাতটা বছর কাটিয়ে ফেললেন সোনম কাপুর (Sonam Kapoor) এবং আনন্দ আহুজা (Anand Ahuja) ৷ এদিন স্বামীকে উল্লেখ করে ইনস্টাতে আবেগঘন পোস্ট করলেন অনিল-কন্যা (Sonam and Anand Celebrate 7 Years of Togetherness) ৷ লিখলেন, "সাতবছর পার করলাম, প্রিয় ! তোমার সঙ্গে কোনওকিছুর তুলনা হয় না...তোমাকে খুব মিস করছি ৷ একসঙ্গে চলা সাতটা বছরের প্রত্যেকটা দিনই ছিল অসাধারণ ৷" সোনমের পোস্টে পালটা মন্তব্য করেছেন স্বামী আনন্দ ৷
এদিন ইনস্টাতে এই পোস্টের সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন সোনম ৷ যেখানে অভিনেত্রী এবং তাঁর বেটার-হাফ একে অপরকে আলিঙ্গন করে রয়েছেন ৷ দু'জনের পরনেই রয়েছে নীলরঙা পোশাক ৷ স্বামী আনন্দ আহুজা এই পোস্টে মন্তব্য করে লিখেছেন, "আমার প্রিয় সোনা"। সোনমের পোস্টে মন্তব্য করেছেন মা সুনীতা কাপুরও ৷ একাধিক হার্ট ইমোজি দিয়ে আদর প্রকাশ করেছেন মেয়েকে।