পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Nude photoshoot case: কেউ একটি ছবিকে মর্ফ করেছে, নগ্ন ফটোশ্য়ুট সংক্রান্ত মামলায় বয়ান রণবীরের - নগ্ন ফটোশ্য়ুট সংক্রান্ত মামলায় বয়ান রণবীরের

নগ্ন ফটোশ্য়ুট সংক্রান্ত মামলার জেরে এই মুহূর্তে সবেচেয়ে বেশি চর্চায় রয়েছেন বলি তারকা রণবীর সিং(Ranveer Singh Nude photoshoot case ) ৷ আর এবার জানা গেল পুলিশকে দেওয়া বয়ানে তাঁর নগ্ন ফটোশ্য়ুট সম্পর্কে একটি নয়া তথ্য় সামনে এনেছেন এই অভিনেতা ৷ অভিনেতা জানিয়েছেন, তাঁর এই ছবিগুলির মধ্যে একটি ছবি হল মর্ফড ৷

Nude photoshoot case
নগ্ন ফটোশ্য়ুট সংক্রান্ত মামলায় বয়ান রণবীরে

By

Published : Sep 15, 2022, 6:34 PM IST

মুম্বই, 15 সেপ্টেম্বর: নগ্ন ফটোশ্য়ুট সংক্রান্ত মামলার জেরে এই মুহূর্তে সবেচেয়ে বেশি চর্চায় রয়েছেন বলি তারকা রণবীর সিং(Ranveer Singh Nude photoshoot case ) ৷ এমনকী এর জেরে মুম্বইয়ের চেম্বুর থানায় গত 26 জুলাই রণবীরের বিরুদ্ধে একটি এফআইআরও দায়ের করা হয় ৷ সেই মামলার পরিপ্রেক্ষিতেই রেকর্ড করা হয় তাঁর বয়ান ৷ গত 29 অগস্ট এই ঘটনায় তাঁর বয়ান রেকর্ড করে পুলিশ (Ranveer Statement To Mumbai Police)৷

এবার জানা গেল পুলিশকে দেওয়া বয়ানে তাঁর নগ্ন ফটোশ্য়ুট সম্পর্কে এক নয়া তথ্য় সামনে এনেছেন অভিনেতা ৷ অভিনেতা জানিয়েছেন, তাঁর এই ছবিগুলির মধ্যে একটি ছবি হল মর্ফড ৷ অর্থাৎ কেউ বা কারা এই ছবিটিকে এডিট করেছে ৷ প্রসঙ্গত তাঁর এই বয়ান এখন রীতিমতো চর্চায় বিষয় হয়ে দাঁড়িয়েছে ৷ তবে এই নিয়ে এর চেয়ে বেশি কিছুই প্রকাশ্য়ে আসেনি (Ranveer Singh On Nude photoshoot case ) ৷

সম্প্রতি রণবীর একটি মার্কিনি ম্যাগাজিনে ফটোশ্যুটের জন্য সম্পূর্ণ নগ্ন হয়ে ক্যামেরার সামনে ধরা দেন ৷ তাঁকে পোজ দিতে দেখা যায় একটি গালিচায় শুয়েও ৷ এই ছবিগুলি নিজের ইনস্টা অ্যাকাউন্টে আপলোড করেন অভিনেতা নিজেই ৷ আর সেখান থেকেই তা ছড়িয়ে পড়ে নেটপাড়ায় ৷

আরও পড়ুন:সুকেশ চন্দ্রশেখর মামলায় নয়াদিল্লিতে পুলিশি জেরার মুখে নোরা

এই ছবিগুলি ভাইরাল হতেই ওঠে শালীনতার সীমা ছাড়ানোর অভিযোগ ৷ রণবীরের বিরুদ্ধে 292, 293, 354 এবং 509 ধারা-সহ আইটি-র 67A-এর অধীনে মামলা দায়ের করা হয় ৷ তাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা হয় তিনি জনসাধারণের অনুভূতিতে আঘাত দিয়েছেন ৷ শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে যে যে ধারায় মামলা রুজু হয়, তাতে মহিলাদের প্রতি শালীনতার অবমাননার অভিযোগও আনা হয় পর্দার বাজিরাওয়ের বিরুদ্ধে ৷

ABOUT THE AUTHOR

...view details