হায়দরাবাদ, 20 জুলাই: তাঁকে অভিনয়ের প্রতিষ্ঠান হিসেবে দেখেন আজকের প্রজন্মের অনেকে ৷ নওয়াজউদ্দিন সিদ্দিকী, পঙ্কজ ত্রিপাঠী কিংবা প্রয়াত ইরফান খান সকলের কাছেই নাসিরউদ্দিন শাহ অভিনয় শিক্ষার প্রতিষ্ঠান ৷ পদ্মশ্রী, পদ্মভূষণের মতো একাধিক সম্মানে সমান্নিত এই অভিনেতা আজ আরও একটি বসন্ত পার করে ফেললেন ৷
অনুরাগীদের কাছে তিনি পরিচিত নাসিরভাই হিসেবে ৷ রাজনৈতিক পরিসরেও তিনি যথেষ্ট সক্রিয় ৷ অভিনেতার নানা মন্তব্য বিভিন্ন সময় বিতর্কেরও জন্ম দিয়েছে ৷ কিন্তু মানতেই হবে অফস্ক্রিন হোক বা অনস্ক্রিন নাসিরউদ্দিন সবসময় নিজস্ব স্বাক্ষর বজায় রেখেছেন ৷ আজ ফিরে দেখা তাঁর এমন কিছু অভিনয়ের দিকে যা অনুরাগীরা কখনও ভুলতে পারবেন না ৷
পার:1984 সালে বাঙালি পরিচালক গৌতম ঘোষের হাত ধরে মুক্তি পায় 'পার' ছবিটি ৷ এই ছবিতে অভিনয় করেছিলেন উৎপল দত্ত, অনিল চট্টোপাধ্যায়, ওম পুরি, কামু মুখোপাধ্যায় এবং শাবানা আজমির মতো অভিনেতা অভিনেত্রীরা ৷ তবে নাসিরউদ্দিন শাহের জন্যও আলাদা করে দেখতে হয় ছবিটি ৷ বিহারের শ্রমিক নওরঙ্গিয়ার চরিত্রে তাঁর অভিনয় রীতিমতো নজর কেড়েছিল সকলের ৷ এই ছবির জন্য় সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কারও জিতে নেন নাসির ৷
স্পর্শ:পরিচালক তপন কুমার নন্দীর 'স্পর্শ' ছবিটি তৈরি হয় আরও বেশ কয়েকবছর আগে ৷ 1980 সালে মুক্তি পায় ছবিটি ৷ এখানে নাসিরউদ্দিন যেভাবে একটি চুড়ান্ত কঠিন চরিত্রকে সহজে পর্দায় ফুটিয়ে তোলেন তা সবদিক থেকেই অনবদ্য ৷ 'স্পর্শ' ছবিতে নাসিরকে অভিনয় করতে হয়েছিল একজন অন্ধের ভূমিকায় ৷ আর তাঁর অভিনয় গুণ মুগ্ধ করেছিল সকলকে ৷