পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

HBD Sandhya Mukherjee: 'কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে...', জন্মদিনে ফিরে দেখা গীতশ্রীর কিছু কালজয়ী গান

আজ গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্মদিন ৷ গানে গানে তাঁকে আজও স্মরণ করছেন অনুরাগীরা ৷ আজ ফিরে দেখা তাঁর কিছু অনবদ্য গান যা কোনওদিন ভুলতে পারবে না বাঙালি ৷

HBD Sandhya Mukherjee
গীতশ্রীর কিছু কালজয়ী গান

By ETV Bharat Bangla Team

Published : Oct 4, 2023, 11:32 AM IST

Updated : Oct 4, 2023, 11:37 AM IST

কলকাতা, 4 অক্টোবর:গত বছর ফেব্রুয়ারি মাসে বাঙালির সুরের আকাশ থেকে খসে গিয়েছে আরও একটি নক্ষত্র ৷ আমরা হারিয়েছি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে ৷ তাঁর কণ্ঠ মোহিত করেছে প্রজন্মের পর প্রজন্মকে ৷ 1931 সালে দক্ষিণ কলকাতার ঢাকুরিয়ায় আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন কিংবদন্তি গায়িকা ৷ সুরের জগতে তিনি পা রাখেন 'অঞ্জন গড়' ছবির হাত ধরে ৷ সালটা 1948 ৷ জীবনে গুরু হিসাবে কখনও পেয়েছেন পণ্ডিত সন্তোষ কুমার বসুকে ৷ কখনও আবার গান শিখেছেন উস্তাদ বড়ে গুলাম আলি খান সাহেবের কাছে ৷ শাস্ত্রীয় সঙ্গীত হোক বা আধুনিক গান সবক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ ৷ আজ তাঁর জন্মদিনে ফিরে দেখা তেমনই কিছু গান ৷
কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে:আজকের দিনে সন্ধ্যার এই গানটি হয়তো আরও একটু বেশিই মনে পড়বে বাঙালির ৷ গানটির সুরকার রবিন চট্টোপাধ্যায়। গানটি লিখেছেন গৌরিপ্রসন্ন মজুমদার ৷ উত্তম কুমার-সুচিত্রা সেন জুটির বিখ্যাত ছবি 'পথে হল দেরী'-তে ব্যবহৃত হয়েছিল এই গানটি ৷ সেই থেকে বাঙালির মনে রীতিমতো গেঁথে গিয়েছে 'কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে' ৷

এই পথ যদি না শেষ হয়: আবারও পর্দায় উত্তম-সুচিত্রা ৷ আর নেপথ্যে সন্ধ্যার সঙ্গে জুটিতে হেমন্ত মুখোপাধ্যায় ৷ কালজয়ী গান বোধ হয় এভাবেই সৃষ্টি হয় ৷ 'সপ্তপদী' ছবির 'এই পথ যদি না শেষ হয়'-ও তেমনই একটি গান ৷ গানটি লিখেছিলেন গৌরিপ্রসন্ন মজুমদার । সুর দিয়েছিলেন হেমন্ত নিজেই ৷

আরও পড়ুন:'নাজিয়া'র গল্পে নেগেটিভ প্রোটাগনিস্ট হয়ে ফিরছেন পরিচালক বাপ্পা


ঘুম ঘুম চাঁদ ঝিকি মিকি তারা:ছবির নাম 'সবার উপরে' ৷ এবারও সন্ধ্যার গানে মেতে উঠল বাঙালির মন ৷ 'ঘুম ঘুম চাঁদ ঝিকি মিকি তারা' গানটি আজও বাংলার কালজয়ী গানগুলির একটি ৷ এই গানের সুরের দায়িত্বে ছিলেন সেই রবিন চট্টোপাধ্যায় ৷ আর আরও একবার তাঁর লেখনী জাদু দিয়ে এই প্রেমের গানকে অমর করে তোলেন গৌরিপ্রসন্ন মজুমদার ৷ তবে গীতশ্রীর কণ্ঠ ছাড়া তা বাঙালির মনে চিরস্থায়ী আসন করে নিত না ৷

এ গানে প্রজাপতি:ছবির নাম 'দেয়া নেয়া' ৷ 1963 সালের এই বিখ্যাত ছবিতে উত্তম-সুচিত্রা জুটির রসায়ন কেড়ে নিয়েছিল বাঙালির মন ৷ সমান জনপ্রিয় হয়েছিল ছবির গানগুলিও ৷ 'এ গানে প্রজাপতি' তেমনই একটি গান ৷ সন্ধ্যার কণ্ঠের সঙ্গে মিশেছিল শ্য়ামল মিত্রের সুর এবং গৌরিপ্রসন্ন মজুমদারের কথা ৷

আরও পড়ুন:আমজাদ খানের সরোদ, তন্ময় বোসের তবলার লহরী; আসছে 'দাদাগিরি'র নতুন মরশুম

এ শুধু গানের দিন:ছবির নাম 'পথে হল দেরী' ৷ এর আগেই এই ছবির 'কিছুক্ষণ আরও না হয় রহিতে কাছে' গানের কথা ৷ উল্লেখ করতে হবে 'এ শুধু গানের দিন' গানটির কথাও ৷ আজও সময় পেলেই বাঙালি গুনগুন করে ওঠে এই গানের সুর ৷ আছে আরও অসংখ্য গান ৷ শ্রোতাদের কেউ বলবেন 'তুমি যে আমার' আবার কেউ 'কি মিষ্টি দেখ মিষ্টি'র মতো গানগুলির ৷ সন্ধ্যা থেকে যাবেন তাঁর এই অনবদ্য সব গানের হাত ধরেই ৷

Last Updated : Oct 4, 2023, 11:37 AM IST

ABOUT THE AUTHOR

...view details