ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Celebs Rathayatra Celebration: কেউ চাখলেন জিলিপি, কারও হাতে পাঁপড়ভাজা... রথযাত্রায় কী করলেন টলি-সুন্দরীরা? - Celebs Rathayatra Celebration

রথযাত্রা নিয়ে মেতে উঠেছে টলিউড ৷ মিমি, সায়ন্তিকা থেকে রূপসা এবং পায়েল উৎসবে যোগ দিলেন সকলেই ৷

Some Glimpses of Celebs Rathayatra Celebration
রথের সেলিব্রেশনে তারকারা
author img

By

Published : Jun 21, 2023, 11:07 AM IST

কলকাতা, 21 জুন:কথায় বলে বাঙালির হল বারো মাসে তেরো পার্বন ৷ আর প্রতিটি পার্বনেই আম জনতার সঙ্গে মেতে ওঠেন সেলেবরাও ৷ রথযাত্রাতেই বা ব্যতিক্রম হবে কেন? মঙ্গলবার জগন্নাথ পৌঁছে গিয়েছেন তাঁর মাসির বাড়ি ৷ রথের রশিতে পড়েছে টান ৷ তবে রথযাত্রার উৎসব তো সবে শুরু ৷ আপাতত উল্টোরথে জগন্নাথের ফেরা পর্যন্ত চলবে উন্মাদনা ৷ টলিউডের সুন্দরীরাও মঙ্গলবার থেকেই মেতেছেন এই উৎসব নিয়ে ৷ কেউ খাচ্ছেন পাঁপড়ভাজা আবার কেউ জমিয়ে খেলেন জিলিপি ৷ কেউ কেউ আবার নিজের হাতে জগন্নাথকে বসালেন রথের ওপর ৷ টান দিলেন রশিতে ৷

in article image
পায়েল দে জমিয়ে খেলেন জিলিপি

কাদের রথ কাটছে কেমন? আসুন দেখে নেওয়া যাক ৷ মিমি চক্রবর্তী এবং সায়ন্তিকা মঙ্গলবারের সকাল থেকেই ছিলেন তাঁদের দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে ৷ কলকাতার ইসকন মন্দিরে জগন্নাথ দেবের পুজো সারেন তাঁরা ৷ মিমি এবং সায়ন্তিকার এবারের রথের উৎসবের শুরুটা হল এভাবেই ৷

বাড়ির পুজোয় মত্ত কৌশানি

অভিনেত্রী পার্ণো মিত্র পোস্ট করেছেন রথ টানের ভিডিয়ো ৷ অভিনেত্রী সোমবারই ক্য়ামেরার সামনে এসে জানান দিয়েছিলেন, রথযাত্রার উৎসবে মেতে উঠতে তিনি তৈরি ৷ সেই মতোই মঙ্গলবার মিলল তাঁর ইনস্টা আপডেট ৷ অন্যদিকে, অভিনেত্রী পাওলি দামও মঙ্গলবার রাতে রথের একটি ভিডিয়ো পোস্ট করেছেন তাঁর ইনস্টা স্টোরিতে ৷

জগন্নাথ দেবকে নিজের হাতে রথে পর্যন্ত নিয়ে গেলেন রূপসা

কৌশানি মুখোপাধ্য়ায়, ইমন চক্রবর্তীর মতো অনেকেই আবার মেতে উঠেছেন তাঁদের বাড়ির পুজো নিয়ে ৷ বাড়ির জগন্নাথ দেবের পুজোর বেশকিছু ছবি তাঁরা পোস্ট করেছেন সামাজিক মাধ্যমে ৷ রূপসা মুখোপাধ্য়ায়ের মতো টেলি অভিনেত্রীদের অনেকেই আবার মেতে উঠেছেন পাড়ার রথ নিয়ে ৷ রূপসা যেমন নিজের হাতে জগন্নাথের মূর্তি রথ পর্যন্ত পৌঁছে দিয়েছেন ৷

জগন্নাথ দেবকে নিজের হাতে রথে পর্যন্ত নিয়ে গেলেন রূপসা

আরও পড়ুন:অর্পিতা থেকে নুসরত, রথের দিনে তারকারা নজর কাড়লেন কেমন সাজে

রথের মেলা মানেই তো খাওয়া দাওয়া ৷ ফুচকা, জিলিপি, পাঁপড় ভাজা, ঘুগনি ছাড়া কী বাঙালির এমন উৎসব জমে? ঠিক সেটাই করলেন অভিনেত্রী পায়েল দে আর অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য ৷ টেলি দুনিয়ার এই দুই পরিচিত নায়িকার একজন মাতলেন জিলিপি নিয়ে আর অন্য়জন বন্ধুদের সঙ্গে জমিয়ে খেলেন পাঁপড় ভাজা ৷ সব মিলিয়ে প্রতিবছরের মতো এই বছরও রথে যে জমিয়ে মজা করলেন টলি সুন্দরীরা তা বলাই বাহুল্য ৷

মমতার সঙ্গে হাজির মিমি

ABOUT THE AUTHOR

...view details