হায়দরাবাদ, 31 অগস্ট:অনুরাগ কশ্যপ পরিচালিত 'গ্যাংস অফ ওয়াসিপুর' ছবিটিতে মাত্র 15 থেকে 20 মিনিট তাঁকে দেখা গিয়েছিল । সেই ছবিতেই নিজের জাত বুঝিয়ে দিয়েছিলেন অভিনেতা রাজকুমার রাও । তারপর একের পর ছবি যেখানে জটিল চরিত্রে এক সাবলীল অভিনয় করে দেখিয়েছেন তিনি । অ্যান্থোলজি ফিল্ম 'লাভ সেক্স অর ধোকা' থেকে যে যাত্রার শুরু আজও তা সমানে চলেছে ৷ প্রায় দেড় দশক আগে অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেতা ৷ আর আজ তিনি অনুরাগীদের মনের একছত্র রাজকুমার ৷ এহেন অভিনেতা আজ আরও একটি বসন্ত পার করলেন ৷ আজ তাঁর জন্মদিনে আসুন দেখে নিই রাজকুমারের কিছু এমন কাজ যা না দেখলেই নয় ৷
শাহিদ : হনসল মেহেতা পরিচালিত শাহিদ, যেখানে রাজকুমার রাওকে দেখা গিয়েছিল আইনজীবী শাহিদ আজমির ভূমিকায় ৷ রাজকুমারের সাবলীল অভিনয় সেই সময়ই দর্শকের মন জয় করে ৷ আইনজীবী শাহিদ আজমির জীবন নিয়ৈ তৈরি এই ছবি মুক্তি পায় 2013 সালে ৷
ট্র্যাপড :2017 সালে আসে রাজকুমার রাও অভিনিত ট্র্যাপড । খাবার, জল ও বিদ্যুৎহীন ফাকা ফ্ল্যাটে ভুলবশত লক হয়ে যান রাজকুমার । সেখান থেকেই তাঁর জীবন বাঁচানোর লড়াই । রাও এই ছবিতে দেখাতে সফল হন নিজের অভিনয় ক্ষমতা ।
ওমর্তা:একজন সন্ত্রাসবাদী কতটা ঠান্ডা মাথায় নৃশংস হতে পারে । ওমের্তা সেই ছবি, পরিচালক হনসল মেহেতার দুঃসাহসিক প্রোজেক্ট, যেখানে তুলে ধরা হয়েছে সন্ত্রাসবাদী আহমেদ ওমর শাহিদ শেখের হারহিম চরিত্র । অভিনেতা - রাও । 2017 সালে মুক্তি পাওয়া এই ছবি রাজকুমার রাওকে অভিনয় জগতে আলাদা জায়গা করে দেয় ।
নিউটন:একই বছর মুক্তি পেয়েছিল অমিত ভি মাসুরকর পরিচালিত 'নিউটন' ছবিটি ৷ হিন্দি সিনেমার ক্ষেত্রে এই ছবি যে একটি মাইলস্টোন তা বলাই বাহুল্য ৷ রাজকুমার রাওকে এখানে দেখা যাবে একজন সরকারি অফিসারের ভূমিকায় ৷ যাঁকে নির্বাচনের সময় নকশালবাদীদের এলাকায় ভোট করতে পাঠানো হয় ৷ একজন সাধারণ সরকারি কর্মচারির অভিজ্ঞতা নিয়েই গড়ে উঠেছে এই ছবি ৷ 9 কোটি টাকায় তৈরি 'নিউটন' বক্স অফিসে আয় করেছিল 81 কোটির বেশি টাকা ৷