হায়দরাবাদ, 7 জানুয়ারি: ভারতীয় চলচ্চিত্র জগতে পরিচালক বিমল রায়ের অবদান অনস্বীকার্য ৷ তাঁর ছবিতে বারবার ধরা পড়েছে বাস্তব সমাজের নানা ছবি ৷ রবিবারে তাঁর 58তম প্রয়াণ দিবসে ফিরে দেখা পুরস্কারপ্রাপ্ত সেরা ছবির তালিকা ৷
দো বিঘা জমিন- 1948 সালে মুক্তি পাওয়া ভিত্তোরিও ডি সিকা'র ছবি 'বাইসাইকেল থিভস' থেকে অনুপ্রাণিত হয়ে পরিচালক বিমল কর বানান 'দো বিঘা জমিন' ৷ কান চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক পুরস্কার জিতে নেয় এই ছবি। পাশাপাশি এটিই প্রথম ছবি যা ফিল্মফেয়ারে সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয় ৷
দেবদাস- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে বিমল রায় 1955 সালে বানান দেবদাস ৷ দিলীপ কুমার, সুচিত্রা সেন, বৈজন্তীমালা, মতিলাল অভিনীত এই ছবি সার্টিফিকেট অফ মেরিট ফর দ্য থার্ড বেস্ট ফিচার ফিল্ম হিসাবে জাতীয় পুরস্কার পায় ৷ পাশাপাশি সেরা অভিনেতা হিসাবে দিলীপ কুমার, সেরা সহ-অভিনেতা হিসাবে মতিলাল ও সেরা সহ-অভিনেত্রী হিসাবে বৈজন্তীমালার ঝুলিতে আসে ফিল্মফেয়ার পুরস্কার ৷
সুজাতা- 1959 সালে মুক্তি পায় বিমল রায়ের অমর কীর্তি সুজাতা ৷ নূতন ও সুনীল দত্ত ছিলেন ছবির মুখ্য চরিত্রে ৷ এই ছবির ঝুলিতেও আসে জাতীয় পুরস্কার ৷ পাশাপাশি সেরা ছবি হিসাবে সুজাতার মুকুটে আসে ফিল্মফেয়ার পুরস্কারও ৷ সেরা পরিচালক হিসাবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পান বিমল রায় ৷ পাশাপাশি সেরা অভিনেত্রী হিসাবে নূতন ও সেরা গল্প হিসাবে সুবোধ ঘোষের ঝুলিতেও আসে ফিল্মফেয়ার পুরস্কার ৷
পরিণীতা- শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সাহিত্য সম্ভার থেকে আরও এক গল্পকে ছবির পর্দায় নিয়ে আসেন পরিচালক বিমল রায় ৷ 1953 সালে মুক্তি পায় পরিণীতা ৷ অশোক কুমার, মীনা কুমারি অভিনীত এই ছবির ঝুলিতে আসে দুটি ফিল্মফেয়ার পুরস্কার ৷ সেরা পরিচালক হিসাবে বিমল রায় ও সেরা অভিনেত্রী হিসাবে মীনা কুমারি এই অ্যাওয়ার্ড পান ৷
বিরাজ বৌ- এই ছবিও শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তৈরি করেছিলেন পরিচালক ৷ 1954 সালে মুক্তি পাওয়া এই ছবিতে অভিনয় করেন কামিনী কৌশল, অভি ভট্টাচার্য ও প্রাণ ৷ সঙ্গীতের দায়িত্বে ছিলেন সলিল চৌধুরী ৷ কান চলচ্চিত্র উৎসবের নমিনেশন পায় এই ছবি ৷ ঝুলিতে আসে জাতীয় পুরস্কার ও দু'টি ফিল্মফেয়ার পুরস্কার ৷