কলকাতা, 13 জুলাই:18 জুলাই থেকে টিভির পর্দায় আসছে আরও এক নতুন ধারাবাহিক 'ইন্দ্রাণী'। এই ধারাবাহিকের হাত ধরেই ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী । আর তাঁর শাশুড়ির ভূমিকায় রয়েছেন অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায় । টেলিভিশনে শাশুড়ি হিসেবে তাঁর জনপ্রিয়তা আকাশছোঁয়া । কখনও নেগেটিভ কখনও পজিটিভ চরিত্র, সোমা বন্দ্যোপাধ্যায় বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ ।
'জন্মভূমি' ধারাবাহিকের 'পরী' থেকে শুরু করে 'মা', 'ভজগোবিন্দ' পেরিয়ে 'অপরাজিতা অপু' এবং 'উমা' ধারাবাহিকে নায়িকার শাশুড়ি কিংবা মা বা অন্য কোনও চরিত্রের দৌলতে দর্শক তাঁকে মনে রাখবে চিরকাল । একইসঙ্গে বড় পর্দাতেও নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি । সাম্প্রতিককালে 'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' ছবিতে তাঁর অভিনয় আলাদাভাবে আলোচিত হয়েছে । আর এবার ফের ছোটপর্দায় এক নতুন চরিত্রে ফিরছেন তিনি ।
টেলিভিশনের পর্দায় আসছে নতুন ধারাবাহিক 'ইন্দ্রাণী'। এই ধারাবাহিকেই মুখ্য চরিত্রাভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তীর শাশুড়ির ভূমিকায় ধরা দেবেন তিনি । ভাল শাশুড়ি । বউমাকে আগলে রাখেন । যে বউমা তাঁর ছেলের দায়িত্ব পালন করছেন সংসারে । মিতালি দেবীর ছেলে স্ত্রী এবং পরিবারকে ফেলে চলে গেছেন । কোথায় চলে গেছেন আর কেনই বা চলে গেছেন সেটা জানতে হলে দেখতে হবে এই ধারাবাহিক ।