কলকাতা, 2 জুন:এবার বলিউডে ভারতীয় বায়ুসেনার পাইলটের চরিত্রে অভিনয় করতে চলেছেন বাংলার জনপ্রিয় অভিনেতা সোহম মজুমদার । ছবির নাম 'স্কাইফোর্স'। এই ছবিতে তিনি স্ক্রিন শেয়ার করবেন খিলাড়ি কুমারের সঙ্গে । জানা গিয়েছে দীনেশ ভিজান পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমার থাকবেন ভারতীয় বায়ুসেনা অফিসারের চরিত্রে । আর সোহম থাকবেন এয়ারফোর্স পাইলটের ভূমিকায় । সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় বায়ুসেনার জীবনগাঁথা নিয়েই তৈরি হবে এই ছবি । জুলাই মাস থেকে শুরু হবে জোরকদমে শ্যুটিং । ছবিতে থাকবে এরিয়্যাল অ্যাকশন ।
তাই এই মুহূর্তে এর জন্য বিশেষ প্রশিক্ষণে ব্যস্ত রয়েছেন অক্ষয়-সহ অন্যান্য অভিনেতারা । এই ছবিতে অভিনয়ের ব্যাপারে সোহমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইটিভি ভারতকে বলেন, "আমি স্কাইফোর্স নিয়ে এক্ষুণি কিছুই বলতে পারব না । আমার কাছে অনুমতি নেই এখনও । কাজটা করছি এটা ঠিক । আমি এখন ব্যস্ত আছি 'সিটাডেল' নিয়ে । কিন্তু সেই সিরিজের ব্যাপারেও জানতে হলে অপেক্ষা করতে হবে ।"