পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Soham Majumdar: শুধু অক্ষয়ের 'স্কাইফোর্স' নয়, 'সিটাডেল'-এও থাকবেন সোহম,'হ্যাপি টিচার্স ডে'ও আসছে এবছরই - Soham Majumdar in Bollywood For Sky Force

অক্ষয়ের সঙ্গে 'স্কাইফোর্স' ছবিতে স্ক্রিন শেয়ার করতে চলেছেন বাঙালি অভিনেতা সোহম মজুমদার ৷ এর আগে তিনি অভিনয় করেছেন 'দিলখুশ'-এর মতো ছবিতে ৷

Soham Majumdar
অক্ষয়ের সঙ্গে স্কাইফোর্স ছবিতে সোহম

By

Published : Jun 2, 2023, 5:07 PM IST

কলকাতা, 2 জুন:এবার বলিউডে ভারতীয় বায়ুসেনার পাইলটের চরিত্রে অভিনয় করতে চলেছেন বাংলার জনপ্রিয় অভিনেতা সোহম মজুমদার । ছবির নাম 'স্কাইফোর্স'। এই ছবিতে তিনি স্ক্রিন শেয়ার করবেন খিলাড়ি কুমারের সঙ্গে । জানা গিয়েছে দীনেশ ভিজান পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমার থাকবেন ভারতীয় বায়ুসেনা অফিসারের চরিত্রে । আর সোহম থাকবেন এয়ারফোর্স পাইলটের ভূমিকায় । সূত্রের খবর অনুযায়ী, ভারতীয় বায়ুসেনার জীবনগাঁথা নিয়েই তৈরি হবে এই ছবি । জুলাই মাস থেকে শুরু হবে জোরকদমে শ্যুটিং । ছবিতে থাকবে এরিয়্যাল অ্যাকশন ।

তাই এই মুহূর্তে এর জন্য বিশেষ প্রশিক্ষণে ব্যস্ত রয়েছেন অক্ষয়-সহ অন্যান্য অভিনেতারা । এই ছবিতে অভিনয়ের ব্যাপারে সোহমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ইটিভি ভারতকে বলেন, "আমি স্কাইফোর্স নিয়ে এক্ষুণি কিছুই বলতে পারব না । আমার কাছে অনুমতি নেই এখনও । কাজটা করছি এটা ঠিক । আমি এখন ব্যস্ত আছি 'সিটাডেল' নিয়ে । কিন্তু সেই সিরিজের ব্যাপারেও জানতে হলে অপেক্ষা করতে হবে ।"

'সিটাডেল'- এর গল্পের বাঁধন একেবারে অন্যরকম । টান টান রোমাঞ্চকর এক এজেন্টের কাহিনি নিয়ে তৈরি হতে চলেছে এই সিরিজ ৷ সবটাই চমক। সোহম কীভাবে থাকবেন সেটাও চমক । তিনি মুখ খুলছেন না । সুতরাং অপেক্ষা করা ছাড়া উপায় নেই ।
আরও পড়ুন:'তোমার জন্য গর্বিত', মেয়ের জন্মদিনে আবেগী 'বিহারী বাবু'

'ব্রহ্মা জানেন গোপন কম্মটি' খ্যাত সোহম মানুষের মনোরঞ্জন করেছেন 'দিলখুশ' ছবিতেও । পাশাপাশি বলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন তিনি । চলতি বছরের শিক্ষক দিবসেই মুক্তি পাবে সোহম অভিনীত মিখিল মুসালে পরিচালিত হিন্দি ছবি 'হ্যাপি টিচার্স ডে' । ছবির প্রযোজক দীনেশ ভিজান । 'হ্যাপি টিচার্স ডে'-তে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নিমরত কউর এবং রাধিকা মাদান । ছবির কাহিনি লিখেছেন পারিন্দা জোশি এবং পরিচালক মিখিল মুসালে । চিত্রনাট্য এবং সংলাপ লিখেছেন অনু সিংহ চৌধুরী, ক্ষিতি পটবর্ধন । এই ছবি নিয়ে বেশ উচ্ছ্বসিত সোহম মজুমদার । তাঁর মতে, "মানুষের আগ্রহটা বাঁচিয়ে রাখতে চাই আমি ।"

ABOUT THE AUTHOR

...view details