পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Soham Chakraborty: আট বছর পর আবার, এক ফ্রেমে বন্দি দেব-সোহম - Soham Chakraborty Shares Pics With Dev

আট বছর পর আবার একসঙ্গে জুটি বেঁধেছেন দেব-সোহম ৷ এবার একসঙ্গে স্ক্রিনশেয়ার করার আগে এক ফ্রেমে বন্দি হলেন দুই তারকা ৷

Pic Soham Chakraborty Instagram
দেব সোহমের নতুন ছবি

By ETV Bharat Bangla Team

Published : Aug 30, 2023, 7:53 PM IST

কলকাতা, 30 অগস্ট:অভিজিৎ সেনের নতুন ছবি 'প্রধান' নিয়ে এখন তুঙ্গে চর্চা ৷ কারণ মূলত দু'টি ৷ প্রথমত, এই পরিচালকের হাত ধরেই এর আগে 'টনিক' বা 'প্রজাপতি'র মতো হিট ছবি উপহার দিয়েছেন দেব ৷ আর দ্বিতীয়ত, আট বছর পর অনস্ক্রিনে ফের তাঁর সঙ্গী সোহম চক্রবর্তী ৷ এই দুই তারকাকে একসঙ্গে দেখার জন্য় এখন মুখিয়ে রয়েছে বাঙালি ৷ এরই মাঝে বুধবার অনুরাগীদের জন্য় বড় উপহার নিয়ে হাজির হলেন সোহম ৷ একসঙ্গে স্ক্রিনশেয়ার করার আগে এদিন এক ফ্রেমে বন্দি হলেন তাঁরা ৷

বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, উত্তরবঙ্গে শুরু হয়ে গেল এই ছবির শুটিং ৷ এই ছবি নাকি উত্তরবঙ্গ থেকেই শেয়ার করেছেন অভিনেতা ৷ সোহম এদিন লেখেন, "আট বছর পর আবার পর্দায় ৷ লেট সেট...প্রধান ৷" বোঝাই যায় শুটিং মোডেই রয়েছেন অভিনেতা ৷ যদিও ঠিক কোথায় রয়েছেন তিনি, তা জানাননি সোহম ৷ এই ছবির একটিই মাত্র পোস্টার সামনে এসেছে এখনও পর্যন্ত ৷ সেখানে শুধু এটুকুই জানা গিয়েছে ছবিতে দেবের নাম হতে চলেছে দীপক প্রধান ৷ আর তিনি অভিনয় করতে চলেছেন একজন পুলিশ অফিসারের ভূমিকায় ৷

তবে বুধবার যে ছবিটি শেয়ার করেছেন সোহম, তাতে তাঁদের লুকের যে কিছুটা আন্দাজ মিলল, তা বলাই বাহুল্য ৷ ছবিতে দেখা যায় সোহম বেশ চওড়া গোঁফ রেখেছেন ৷ আর তাঁর চোখে কালো মোটা ফ্রেমের চশমা ৷ আর সোহমের পরনে এদিন ছিল লাল টি শার্ট ৷ অন্যদিকে দেবকেও বুধবার দেখা গেল বেশ খোশমেজাজে ৷ তাঁর পরনে এদিন ছিল স্ট্রাইপ শার্ট ৷

আরও পড়ুন:সঞ্জয় দত্ত থেকে শুভশ্রী গঙ্গোপাধ্যায়, রাখিবন্ধনে মেতে উঠলেন দুই চলচ্চিত্র ইন্ডাস্ট্রির তারকারা

এই ছবিতে দেখা যাবে সৌমিতৃষা কুণ্ডুকেও ৷ এর আগে ছোটপর্দার অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য রীতিমতো নজর কেড়েছিলেন প্রজাপতি ছবিতে ৷ আর এবার পালা সৌমিতৃষার ৷ তিনি কতখানি মন মাতান দর্শকের সেটাই এখন দেখার ৷ কবে মুক্তি পাবে এই ছবি তা অবশ্য় এখনও জানা যায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details