পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Akshay Kumar Sky Force: এবার কি সারা-নিমরতের সঙ্গে জুটি বাঁধবেন অক্ষয়? তুঙ্গে জল্পনা - এবার কি সারা নিমরতের সঙ্গে জুটি বাঁধবেন অক্ষয়

পরবর্তী ছবি 'স্কাই ফোর্স'-এ সারা আলি খান এবং নিমরত কৌরের সঙ্গে কি স্ক্রিনশেয়ার করবেন অক্ষয়? বলিউডে এমনই জল্পনা শুরু হয়েছে ৷

Akshay Kumar Sky Force
সারা নিমরতের সঙ্গে স্ক্রিনশেয়ার করবেন অক্ষয়

By

Published : May 24, 2023, 6:44 AM IST

মুম্বই, 23 মে:'সেলফি' বক্স অফিসে মুখ থুবড়ে পড়ার পর অক্ষয় কুমার এবার তৈরি হচ্ছেন পরবর্তী ছবি 'স্কাই ফোর্স'-এর জন্য ৷ বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে এই ছবিতে তাঁর সঙ্গে কোন কোন অভিনেত্রী কাজ করবেন তা নিয়ে ৷ আপাতত যে দুই অভিনেত্রীর নাম সামনে এসেছে তাঁরা হলেন, সারা আলি খান ও নিমরত কৌর ৷

এর আগেও নিমরত এবং সারা আলি খান কাজ করেছেন অক্ষয়ের সঙ্গে ৷ 'আতরঙ্গি রে' ছবিতে সারার সঙ্গে কাজ করেছিলেন অক্ষয় ৷ আবার 'এয়ারলিফ্ট' ছবিতে স্ক্রিনশেয়ার করেছিলেন নিমরত এবং অক্ষয় ৷ যদিও সারা বা নিমরত কারও নামই এখনও ঘোষণা করা হয়নি নির্মাতাদের তরফে ৷ নির্মাতারা সরকারিভাবে না জানালেও এই নামগুলি নিয়ে জোর চর্চা চলছে বলিউডে ৷

খবর অনুুযায়ী অক্ষয়ের এই ছবির প্রযোজনার দায়িত্বে রয়েছেন দীনেশ ভিজান। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী, অক্ষয় কুমার এই ছবিতে অভিনয় করতে চলেছেন ভারতীয় বিমানবাহিনীর অফিসারের ভূমিকায় । খুব সম্ভবত এই ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী বছর ৷ যদিও ছবির মুক্তির তারিখ নিয়েও মুখ খোলেননি কেউ ৷ তবে খবর অনুযায়ী আগামী মাসেই শুরু হতে চলেছে এই ছবির কাজ ৷ কেউ কেউ এও দাবি করেছেন ছবিতে অক্ষয়ের সহকারী হিসাবে হয়ত দেখা যেতে পারে কোনও নবাগত অভিনেতাকে ৷

ছবিটি তৈরি হতে চলেছে সত্য ঘটনা অবলম্বনে । 'স্কাই ফোর্স'-এর পরিচালনার দায়িত্বে অভিষেক কাপুর । অক্ষয় আপাতত দেশ-বিদেশে বেশ কিছু এন্টারটেইনার শো নিয়ে ব্যস্ত ৷ তবে আগামীতে তাঁকে আবারও পর পর দেখা যাবে রূপোলি পর্দায় ৷ টাইগার শ্রফের সঙ্গে তিনি আগামীতে স্ক্রিন শেয়ার করতে চলেছেন 'বড়ে মিয়া ছোট মিয়া' ছবিতে ৷ ইতিমধ্য়েই সামনে এসেছে সেই ছবিতে তাঁর চরিত্রের প্রথম লুক ৷ এর পাশাপাশি 'ওএমজি-২', 'সোরারাই পোত্রু'র মতো ছবিগুলির কাজও রয়েছে অক্ষয়ের হাতে ৷

আরও পড়ুন:শিবপ্রসাদের হাত দিয়ে মুক্তি পেল ঋতুপর্ণা অভিনীত 'দত্তা'র ট্রেলার

ABOUT THE AUTHOR

...view details