ইসলামাবাদ ও মুম্বই: মুক্তির আগেই বিতর্কের মুখে পড়ে কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবাণী অভিনীত 'সত্যপ্রেম কী কথা' ছবি ৷ মূলত, পাকিস্তানের জনপ্রিয় হিট গান 'পাসুরি নু'র রিক্রিয়েশন-ই সমস্যার সূত্রপাত ৷ অরিজিৎ সিং ও তুলসী কুমারের কণ্ঠে এই গান সামনে আসতেই ঝড় ওঠে নেট দুনিয়ায় ৷ অনুরাগীদের অনেকে এই গানের রিক্রিয়েশনের বিরোধিতা করেন ৷ সমালোচনা করেন পাকিস্তানের অনুরাগীরাও ৷ এবার তাদের শান্ত করতে আসরে নামেন শাহ গিল ৷ গানকে ঘৃণা করবেন না, অরিজিৎ সিংয়ের নতুন 'পাসুরি' নিয়ে বিদ্বেষ ছড়াবেন না, অনুরোধ শাহ গিলের ৷
পাকিস্তানি সঙ্গীতশিল্পীর আলি শেঠ ও শাই গিল গানের জন্য জনপ্রিয় ৷ 2022-এ আলি শেঠ ও শাই গিল ঝড় তুলেছিলেন ইন্টারনেট দুনিয়ায় ৷ পাকিস্তানি গান 'পাসুরি নু' দুই দেশের কাঁটাতার পেড়িয়ে ছেয়ে গিয়েছিল গোটা দুনিয়ায় ৷ গানের সেই জাদুকেই ব্যবহার করতে চেয়েছিলেন পরিচালক সমীর ভিদওয়ানস ৷ অরিজিৎ সিং-এর মেলোডিয়াস ভয়েসে রি-ক্রিয়েট করা হয় পাসুরি নু ৷ সোমবার মুক্তি পেয়েছিল 'সত্য প্রেম কী' কথা ছবির এই গান ৷
মূলত, অরজিনাল 'পাসুরি' গান ছিল সেই সময়ে গুগলে সবচেয়ে বেশি সার্চ হওয়া গান ৷ গানটিতে উর্দু ও পঞ্জাবি শব্দ থাকায় সুর অপরিবর্তিত রেখে গানে আনা হয়েছে হিন্দি লিরিক্স ৷ অরিজিৎ সিং ও তুলসী কুমারের গাওয়া এই গান সামনে আসতেই শুরু হয় বিতর্ক ৷ সমালোচনা ধেয়ে আসে সুদূর পাকিস্তান থেকেও ৷ নানা রকম বিশ্বেষমূলক সমালোচনাও আসতে থাকে সামনে ৷ এরপরেই আসরে নামেন শিল্পী শাহ গিল ৷