কলকাতা, 1 জুন :কৃষ্ণকুমার কুন্নাথ অর্থাৎ গায়ক কে কে-র মৃত্যুতে শোকাহত কলকাতার শিল্পীমহলও । আসমুদ্র হিমাচল আজ কে কে-র জন্য চোখের জল ফেলছে । এমনই জাদু শিল্পীর তথা শিল্পের । মাত্র 53 বছর বয়সে কে কে'র অকাল মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই । শোকপ্রকাশ করলেন সঙ্গীত শিল্পী সিধুও (Sidhu on the Demise of KK)৷
সঙ্গীত শিল্পী সিধু বলেন, "আমি কে কে-র ফ্যান। শুধু আমি না, আমার মতো কোটি কোটি ভারতবাসী কে কে-র ফ্যান । একজন শিল্পী গান গাইতে গাইতে চলে গেলেন । এর থেকে ভাল মৃত্যু হতে পারে না একজন শিল্পীর জন্য । তবে, সময়ের অনেকটা আগে চলে গেলেন কে কে । এটার দরকার ছিল না ।"
সিধু বলেন, "যে মানুষটা কিছুক্ষণ আগেও গান গাইছেন, দর্শকের মন মাতাচ্ছেন সেই মানুষটা হঠাৎ করে এভাবে চলে যাবেন, এটা মেনে নিতে আমাদের খুব অসুবিধা হচ্ছে । এটা খুব অবিশ্বাস্য ঘটনা । আমার মনে হয় উনি খুব বেশি উপসর্গ বুঝতে পারেননি । তাহলে হয়ত কিছুক্ষণের জন্য হলেও গান থামাতেন । উনি বিশ্রাম নিতেন বা শো করেই হাসপাতালে যেতেন । হোটেলে যেতেন না । আমি শুনেছি উনি ফিটনেস ফ্রিক ছিলেন । এরকম একজন মানুষ এরকম ম্যাসিভ কার্ডিয়াক অ্যাটাক-এ চলে গেলেন !"