জয়সলমের, 7 ফেব্রুয়ারি:অবশেষে সাত পাকে বাঁধা পড়লেন সিড-কিয়ারা ৷ রাজস্থানের সূর্যগড় প্যালেসে সম্পন্ন হল তাঁদের রাজকীয় বিবাহ ৷ গত কয়েকবছর ধরেই তাঁদের এই বিবাহ নিয়ে জল্পনার অন্ত নেই ৷ কিন্তু অবশেষে সব জল্পনার অবসান চার হাত এক হল 'শেরশাহ' ছবির অনস্ক্রিন জুটির ৷ সামনে এল বিয়ের মুহূর্তের ছবিও ৷ সত্যি বলতে এই তারকা জুটির বিবাহ নিয়ে চর্চার অন্ত নেই সোশাল মিডিয়ায় (Sidhart Kiara Wedding Pics Goes Viral) ৷
ভিকি-ক্যাটরিনার মতোই রাজস্থানকেই বিয়ের জন্য় বেছে নিয়েছিলেন সিড-কিয়ারাও ৷ তাঁদের বিয়ের জন্য বেছে নেওয়া হয়েছে জয়সলমেরের সূর্যগড় প্যালেসকে ৷ ইতিমধ্যেই জানা গিয়েছে, এই হোটেলের একটি দিনের ভাড়া প্রায় 2 কোটি টাকা ৷ সিদ্ধার্থ-কিয়ারা শুধু নয় বলিউডের অনেক অভিনত্রীরই প্রথম পছন্দ সুম রোডের এই হোটেলটি ৷ ঘনিষ্ট আত্মীয়-পরিজন তো বটেই তার সঙ্গেই এদিন সিড-কিয়ারার বিয়েতে হাজির ছিলেন বলিউডের অনেকেই ৷ একদিকে যেমন হাজির শাহিদ কাপুর, মীরা রাজপুত তেমনই রয়েছেন পরিচালক তথা লেখক শকুন বাত্রা, অভিনেতা করণ ভোরা ও তাঁর স্ত্রী রিয়া, শাহরুখ খানের বন্ধু কাজল আনন্দ, প্রযোজক আরতি শেঠি, পূজা শেঠি এবং অমৃতপাল সিং বিন্দ্রা ৷