মুম্বই, 28 জানুয়ারি:গত 20 জানুয়ারি ওটিটিতে মুক্তি পেয়েছে সিদ্ধার্থ-রশ্মিকা জুটির নতুন ছবি 'মিশন মজনু' ৷ দর্শকদের মাঝে বেশ জনপ্রিয় হয়েছে এই নতুন কাহিনি ৷ 'র' এজেন্টের ভূমিকায় সিদ্ধার্থকে যে বেশ লেগেছে তার প্রমাণ রয়েছে সমালোচকদের বয়ানে ৷ আর এবার ছবির সাফল্য উদযাপনের জন্য় এক হলেন নির্মাতা থেকে কলা কুশলী সকলেই (Sidharth Rashmika At Mission Majnu Success Party ) ৷
1971 সালে পাকিস্তানে একটি অভিযান চালিয়েছিল ভারত ৷ সেই ঘটনাই অনেকটাই বদলে দিয়েছিল ভারত-পাকিস্তানের সম্পর্ককে । আর সেই ঘটনাকেই পর্দায় তুলে ধরেছেন পরিচালক শান্তনু বাগচি । সত্য ঘটনার ভিত্তি করেই তৈরি হয়েছে এই ছবি ৷ রয়েছে রোম্যান্স এবং অন্যান্য় মশলাও ৷ তবে এখানে প্রেম আগে না দেশপ্রেম আগে তা নিয়ে নায়কের মনে তৈরি হয় দ্বন্দ্ব ৷ 'মিশন মজনু' নামের এই বিশেষ মিশনটিকে সঠিকভাবে শেষ করতে এই 'র' এজেন্ট কী কী করেন সেটাই দেখার ৷ যার জেরে এই ছবির ট্রেলার এবং টিজার সামনে আসার পর থেকেই দর্শকদের মধ্য়ে আগ্রহ তুঙ্গে ছিল ছবিটি নিয়ে ৷