জয়সলমের, 7 ফেব্রুয়ারি: ইতিমধ্যেই মিটে গিয়েছে মেহেন্দি এবং সঙ্গীতের পর্ব ৷ এবার সাত পাকে কখন বাঁধা পড়বেন সিড-কিয়ারা ৷ কখন আসবে তাঁদের বিবাহের প্রথম ছবি এখন সেদিকেই তাকিয়ে সকলে ৷ আজ সূর্যগড় প্রাসাদে বিবাহের প্রস্তুতি তুঙ্গে ৷ বিয়ের আগে গায়ে হলুদের অনুষ্ঠান নিয়ে মেতে উঠেছেন সকলে ৷ বর কনে উভয়ের গায়েই মাখানো হয়েছে হলুদ ৷ আর সেইসঙ্গে মেতে উঠেছেন দু'পক্ষের পরিবারের আত্মীয় স্বজনরাও ৷ ইতিমধ্য়েই বেশ কয়েকটি সোশাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে ৷
জয়সলমেরের সূর্যগড় প্যালেসকেও সাজানো হয়েছে বিয়ের কনের সাজে ৷ দেশি বিদেশী নানান ধরনের ফুল দিয়ে সাজানো হয়েছে বিয়ের মণ্ডপ ৷ রবিবার রাতেই ব্যক্তিগত জেটে শহরে এসেছিলেন কিয়ারার ছোটবেলর বন্ধু ঈশা আম্বানি ৷ সোমবার রাতেই আবার তিনি ফিরে যান ৷ তবে তিনি আবারও মঙ্গলবার রাতে উপস্থিত হতে চলেছেন তাঁর এই স্কুলের বান্ধবীর বিবাহে (Sidharth Malhotra Kiara Advani wedding updates )৷
এছাড়াও অতিথি তালিকায় রয়েছেন শাহরুখ খানের বন্ধু কাজল আনন্দ, অভিনেতা করণ ভোরা ও তাঁর স্ত্রী রিয়া, প্রযোজক আরতি শেঠি, পূজা শেঠি এবং অমৃতপাল সিং বিন্দ্রা এবং পরিচালক তথা লেখক শকুন বাত্রা ৷ তাঁরাও মঙ্গলবার রাতে এই বিবাহের অনুষ্ঠানে উপস্থিত হবেন বলে জানা গিয়েছে ৷ পাপারাৎজিদের হাত ধরে ইতিমধ্যেই তাঁদের বিবাহের বেশকিছু ঝলক সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ ঠিক যেমন একটি ভিডিয়োতে দেখা গিয়েছে বার পক্ষের লোকজন প্রস্তুত হচ্ছেন এই তারকা জুটির বিয়ের জন্য় ৷ শুরু হয়ে গিয়েছে শেরাবন্দির অনুষ্ঠানও ৷
আবার আরেকটি ভিডিয়োয় দেখা গিয়েছে এক ব্যক্তি একট সুসজ্জিত ঘোড়াকে অন্য়দিকে সরিয়ে নিয়ে যাচ্ছেন ৷ অনেকে বলছেন সিদ্ধার্থ মালহোত্রার বিয়ের জন্য় ব্যবহৃত হবে এই সাদা ঘোড়াটি ৷ বিকেল চারটের দিকে বিয়ের জন্য বর পক্ষের লোকজন রওনা হবেন বলেও জানা গিয়েছে ৷ বিয়ে নিয়ে একাধিক নিয়ম ইতিমধ্য়েই রয়েছে ৷ 'নো ফোন' নিয়ম তো রয়েছেই ৷ তার ওপর ব্যবস্থা করা হয়েছে কড়া নিরাপত্তার ৷ জানা গিয়েছে বিয়ের পর সন্ধ্যার দিকে আয়োজন করা হতে পারে একটি জমকালো অনুষ্ঠানের ৷ সেখানে ভিন্ন ভিন্ন রাজস্থানি পদের ব্যবস্থা করা হয়েছে অতিথিদের জন্য ৷
আরও পড়ুন:প্যারিসের রেস্তোরাঁয় নয়া প্রেমিকের সঙ্গে ঊর্বশী? 'ঋষভের কী হবে'; প্রশ্ন নেটিজেনদের