মুম্বই, 12 ফেব্রুয়ারি: মুম্বইয়ে আজ দ্বিতীয় রিসেপশন সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আডবাণীর (Sidharth Kiara Reception)৷ সেই উপলক্ষে শনিবারই দিল্লি থেকে মায়ানগরীতে পৌঁছে গিয়েছেন নবদম্পতি ৷ এ দিকে, মুম্বইতে তাঁরা যেই বাড়িতে (Sidharth-Kiara New Home) থাকবেন তার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
আজ মুম্বইতে দ্বিতীয় রিসেপশন: এখন চলছে বিবাহপর্ব ৷ রাজস্থানে ডেস্টিনেশন ওয়েডিং, এরপর দিল্লিতে গ্র্যান্ড রিসেপশনের আয়োজন করার পর বলিউডের নববিবাহিত দম্পতি সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আডবাণী শনিবার মুম্বই পৌঁছেছেন । মুম্বইয়ের কালিনা বিমানবন্দরে দেখা গিয়েছে তাঁদের । তাঁদের কর্মস্থল মুম্বইতে আজ, অর্থাৎ রবিবার সিদ্ধার্থ-কিয়ারা তাঁদের দ্বিতীয় রিসেপশনের আয়োজন করেছেন বলে খবর ৷ যেখানে বসবে তারকার হাট ৷ ফিল্ম ইন্ডাস্ট্রির নানা সেলিব্রিটির সেই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে ।
সিড-কিয়ারার নতুন বাড়ির ভিডিয়ো ভাইরাল: আর ঠিক এই সময়ে পাপারাৎজিরা মুম্বইতে সিদ্ধার্থ এবং কিয়ারার নতুন বাড়ির একটি ভিডিয়ো শেয়ার করেছেন ৷ সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ ভাইরাল হওয়া ভিডিয়োয় সেই বিল্ডিংটি দেখা গিয়েছে, যেখানে সিদ্ধার্থ এবং কিয়ারার নতুন অ্যাপার্টমেন্ট রয়েছে ।
এই ভিডিয়োতে পাপারাৎজি স্থানীয় এক ব্যক্তিকে জিজ্ঞাসা করছেন সিদ্ধার্থ এবং কিয়ারা কবে এই অ্যাপার্টমেন্টটি কিনেছেন ? যার উত্তরে লোকটি বলে, "এক সপ্তাহ হয়ে গেল ।" মুম্বইয়ের নায়ার হাউস অ্যাপার্টমেন্টই সিদ্ধার্থ ও কিয়ারার নতুন ঠিকানা ৷ সেখান থেকেই তাঁরা তাঁদের নতুন জীবন শুরু করতে চলেছেন ৷