পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Sidharth-Kiara vacation: ছুটির মেজাজে সিড-কিয়ারা, ভাইরাল ভিডিয়ো - sidharth malhotra

ইতালিতে স্ত্রী কিয়ারার জন্মদিন উপলক্ষ্যে ছুটি কাটাচ্ছেন বলিউডের 'শেরশাহ' জুটি ৷ তাঁদের বেশ কিছু ছুটির মেজাজের ছবি ও ভিডিয়ো সোশাল মিডিয়ায় ভাইরাল ৷ যা দেখে মুগ্ধ অনুরাগীরাও ৷

Etv Bharat
ইতালিতে ছুটির মেজাজে সিদ্ধার্থ-কিয়ারা

By

Published : Aug 1, 2023, 10:50 PM IST

হায়দরাবাদ, 1 অগস্ট: স্ত্রী কিয়ারার জন্মদিনকে আরও বিশেষ করতে তুলতে ইতালিতে পাড়ি দিয়েছেন 'শেরশাহ' জুটি ৷ তাঁদের ছুটির আমেজের ছবি একের পর এক ধরা পড়েছে সোশাল মিডিয়ায় ৷ যা দেখে উচ্ছ্বসিতও হয়েছেন অনুরাগীরা ৷ মঙ্গলবার সামনে এসেছে সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদবানির আরও একটি ভিডিয়ো ৷ যা ভাইরাল নেট দুনিয়ায় ৷

বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে দেখা গিয়েছিল সিদ্ধার্থ-কিয়ারাকে ৷ স্ত্রী-র 31তম জন্মদিন একান্তে পালন করতেই তাঁরা পাড়ি জমান বিদেশে ৷ মঙ্গলবারও এই জুটির ভ্যাকেশন মুড ধরা পড়েছে কোনও এক নেটিজেনের ক্যামেরায় ৷ দেখা গিয়েছে, হাবি সিদ্ধার্থ একটি বিশাল বড় ট্রলি ব্যাগ নিয়ে এগিয়ে যাচ্ছেন ৷ সঙ্গে রয়েছেন কিয়ারা ৷ তাঁরা কোনও এক বন্ধুকে বিদায় জানিয়ে এগিয়ে যাচ্ছেন ৷ এরপর তাঁরা একটি গাড়িতে গিয়ে ওঠেন ৷

এইদিন সিডকে দেখা গিয়েছে, অলিভ গ্রিন শর্টসের সঙ্গে হলুদ রঙের শার্টে ৷ চোখে রোদ চশমা, পিঠে ব্যাকপ্যাক ৷ অন্যদিকে, কিয়ারাকে দেখা গিয়েছে, সাদা ব্যাকলেস ড্রেসে ৷ এই ভিডিয়ো সামনে আসার পর কমেন্ট সেকশনে নেটিজেনরা একাধিক মন্তব্য করেছেন ৷ কেউ লিখেছেন, " উফ ! কী ভারী লাগেজ ৷" আবার কেউ লিখেছেন, "স্বামীর দায়িত্ব পালন করছেন সিড ৷" অনেকে আবার ভালোবাসার ইমোজি দিয়েছেন ৷

আরও পড়ুন: আবেদনময়ী পূজা আবার হাজির, মুক্তি পেল 'ড্রিম গার্ল 2' ট্রেলার

উল্লেখ্য, এর আগে যে ভিডিয়োটি সোশাল মিডিয়ায় এসেছিল, তাতে দেখা গিয়েছিল, সিড ও কিয়ারা উঁচু জায়গা থেকে ঝাঁপ দিচ্ছেন সমুদ্রে ৷ সেখানে মনের আনন্দে সাঁতার কাটতে দেখা গিয়েছিল এই জুটিকে ৷ তাঁদের এই অ্যাডভেঞ্চারের ছবি দেখে মুগ্ধ হন অনুরাগীরাও ৷ কাজের কথা বললে, 'সত্যপ্রেম কী কথা' অভিনেত্রীর হাতে রয়েছে 'গেম চেঞ্জার' ৷ রামচরণের বিপরীতে দেখা যাবে তাঁকে ৷ এছাড়া কিয়ারার হাতে রয়েছে হৃত্বিকের বিপরীতে 'ওয়ার 2' ৷ অন্যদিকে, সিদ্ধার্থকে দেখা যাবে আগামী ছবি 'যোদ্ধা'-তে ৷ পাশাপাশি, ওয়েব সিরিজেও ডেবিউ করবেন সিদ্ধার্থ মালহোত্রা ৷

ABOUT THE AUTHOR

...view details