জয়পুর, 5 ফেব্রুয়ারি:আগামিকাল, অর্থাৎ সোমবার সাত পাকে বাঁধা পড়বেন বলিউডের লাভ বার্ডস সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra Wedding) এবং কিয়ারা আডবাণী ৷ রাজস্থানের সূর্যগড় প্যালেসে (Suryagarh Palace) বিবাহবন্ধনে আবদ্ধ হবেন তাঁরা ৷ এটিই ভারতের অন্যতম সেরা ওয়েডিং ডেস্টিনেশন ।
65 একর জায়গায় সূর্যগড় প্যালেস: সৌন্দর্য এবং নির্মল পরিবেশের কারণেই বিয়ের জন্য সূর্যগড়কে বেছে নিয়েছিলেন এই যুগল । এখানে প্রায় 10 কিলোমিটারের আশপাশে কোনও জনসংখ্যা নেই । প্রায় 65 একর জায়গায় নির্মিত এই প্রাসাদটি রাতে সোনার মতো জ্বলজ্বল করে । এই প্রাসাদের ভিতরে দুটি বড় হাভেলিও রয়েছে ।
হোটেলটি রাজপুত ঐতিহ্যের পরিচায়ক: বিলাসবহুল অন্দরমহল পাথরের উপর সুন্দর খোদাই করা কারুকাজে সাজানো ৷ গোটা হোটেলটি রাজপুত ঐতিহ্যের পরিচায়ক । প্রাসাদের চারপাশে খোলা জায়গা, বাগান ও লোকশিল্পীদের গান গাওয়ার ব্যবস্থা রয়েছে ।
সূর্যগড় প্যালেসের অন্দরমহল: সূর্যগড় দেখতে রাজপ্রাসাদের মতো । প্রাসাদে 84টি কক্ষ, 92টি বেডরুম, দুটি বড় বাগান, একটি কৃত্রিম লেক, জিম, বার, ইনডোর সুইমিং পুল, পাঁচটি বড় ভিলা, দুটি বড় রেস্তোরাঁ, ইনডোর গেমস, ঘোড়ায় চড়া, মিনি চিড়িয়াখানা এবং অর্গানিক গার্ডেন - কী নেই ।
কক্ষের ভাড়া দিনে 2 লাখ পর্যন্ত: সূর্যগড়ের কক্ষগুলিকে 3টি বিভাগে ভাগ করা হয়েছে, যার একদিনের ভাড়া 20,000 টাকা থেকে 2 লাখ টাকা পর্যন্ত । বেস ক্যাটাগরির মধ্যে রয়েছে ফোর্ট রুম, হেরিটেজ এবং প্যাভিলিয়ন । অন্যান্য রুমের বিভাগগুলির মধ্যে রয়েছে স্বাক্ষর, বিলাসিতা এবং সূর্যগড় স্যুট । তৃতীয় বিভাগে 5টি ভিলা রয়েছে, যার মধ্যে 3টি জয়সলমের হাভেলির নামে এবং 2টি থর হাভেলির নামে রয়েছে । বর-কনে ইতিমধ্যেই তাঁদের পরিবার নিয়ে সেখানে পৌঁছে গিয়েছেন । একে একে প্রবেশ করছেন অতিথিরা ৷
আরও পড়ুন:রবিবার জয়সলমেরে সিড-কিয়ারার প্রি-ওয়েডিং সেরিমনি, চোখ রাখুন অতিথি তালিকায়
পৌঁছে গিয়েছে পরিবার ও অতিথিরা: কিয়ারার স্কুলের বন্ধু ঈশা আম্বানিরও আজ সেখানে পৌঁছনোর কথা রয়েছে । সিদ্ধার্থ তাঁর নববধূ কিয়ারার সঙ্গে মানানসই শেরওয়ানি পরবেন । একটি পুরো দল বিয়ের পোশাক, মেকআপ, গয়না এবং সেইসঙ্গে চুলের স্টাইলে জন্য মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছে ।
ঐতিহ্যমণ্ডিত সূর্যগড় প্যালেস: 3 বছর ডেট করার পর গাঁটছড়া বাঁধতে চলেছেন সিদ্ধার্থ ও কিয়ারা । হোটেল সূর্যগড়, দেশের সেরা 15 বিবাহের গন্তব্যের অন্তর্ভুক্ত (Top 15 Wedding Destination Hotel Suryagarh)৷ সিদ্ধার্থ ও কিয়ারার বিয়ে উপলক্ষে 4 থেকে 8 ফেব্রুয়ারির জন্য এটি বুক করা হয়েছে । প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এখানে একটি বিয়ের জন্য এসেছিলেন । বলিউডের অনেক ছবির শুটিংও হয়েছে এই প্রাসাদে । অক্ষয় কুমারের ছবি হাউসফুল-4 তার মধ্যে অন্যতম ।