মুম্বই, 6 এপ্রিল: সিদ্ধার্থ আনন্দের শেষ ছবি 'পাঠান'-এ একসঙ্গে হাত মেলাতে দেখা গিয়েছিল শাহরুখ-সলমনকে ৷ বলিউডের বাদশাহ আর ভাইজানকে এক ছবিতে দেখে রীতিমতো মেতে উঠেছিলেন দর্শকরা ৷ ছবির বড় টার্নিং পয়েন্টও হয়ে উঠেছিল ছবিতে টাইগার রূপি সলমনের অন্তর্ভূক্তি। ছবিতে টাইগার বলে এসেছিলেন, "তাঁর আগামী মিশনে পাঠানকে দরকার হতে পারে ৷" আর সেই সূত্র ধরেই এই খবর এখন সকলেই জানেন 'টাইগার 3' ছবির অংশ হতে চলেছেন শাহরুখও ৷ তবে আরও একটি বড় খবর নিয়ে হাজির আদিত্য চোপড়ার ওয়াইআরএফ ৷ এবার তাঁদের ব্যানারে আসতে চলেছে নতুন ছবি 'টাইগার ভার্সেস পাঠান' ৷
এবার কী তবে আর বন্ধু নয়? অনস্ক্রিনে একে অপরের প্রতি যুদ্ধ ঘোষণা করতে চলেছেন শাহরুখ-সলমন ? গল্পের কোনও অংশই সামনে আসেনি ৷ তবে ট্রেড অ্য়ানালিস্ট তথা সিনে ক্রিটিক তরণ আদর্শের দেওয়া খবর অনুযায়ী, আগামী বছর শ্যুটিং শুরু হতে চলেছে 'টাইগার ভার্সেস পাঠান' ছবির ৷ যশ রাজ ফিল্ম যে স্পাই ইউনিভার্স তৈরি করতে চলেছে সেখানে এই ছবি হতে চলেছে সপ্তম প্রজেক্ট ৷ ইতিমধ্য়েই 'টাইগার 3' এবং 'ওয়ার 2' ছবির ঘোষণা করে দিয়েছেন নির্মাতারা ৷