পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Shreyas Talpade: কঙ্গনার 'ইমার্জেন্সি'-তে বাজেপেয়ীর ভূমিকায় শ্রেয়স, প্রথম লুক প্রকাশ্যে - Shreyas Talpade first look as Atal Bihari Vajpayee

ইতিমধ্যেই জানা গিয়েছে কঙ্গনার 'ইমার্জেন্সি' ছবিতে জয়প্রকাশ নারায়ণের চরিত্রে অভিনয় করতে চলেছেন অনুপম খের ৷ আর এবার সামনে এল কাহিনির আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রের প্রথম লুক ৷ ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করবেন অভিনেতা শ্রেয়স তলপাড়ে (Shreyas Talpade first look as Atal Bihari Vajpayee) ৷

Shreyas Talpade
কঙ্গনার 'ইমার্জেন্সি' ছবিতে অটল বিহারী বাজেপেয়ীর ভূমিকায় শ্রেয়স

By

Published : Jul 27, 2022, 12:19 PM IST

মুম্বই, 27 এপ্রিল: নেতিবাচক প্রচারের জেরেই তেমনভাবে চলেনি 'ধাকড়', এমনটাই মত ছিল অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের ৷ তবে এখন তিনি মেতে উঠেছেন তাঁর পরবর্তী ছবি 'ইমার্জেন্সি' নিয়ে ৷ ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে তাঁকে ৷ ইতিমধ্যেই তাঁর প্রথম লুক বেশ নজর কেড়েছে অনুরাগীদের ৷ প্রসথেটিকের ব্যবহারের পর ইন্দিরার বাহ্যিক লুকটিকে অনেকটাই ধরতে পেরেছেন অভিনেত্রী ৷ তবে চরিত্রটি তিনি কতখানি ফুটিয়ে তুলতে পারেন, সেটাই এখন দেখার ৷

ইতিমধ্যেই জানা গিয়েছে ছবিতে জয়প্রকাশ নারায়ণের চরিত্রে অভিনয় করতে চলেছেন অনুপম খের ৷ আর এবার সামনে এল কাহিনির আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রের প্রথম লুক ৷ ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করবেন অভিনেতা শ্রেয়স তলপাডে (Shreyas Talpade first look as Atal Bihari Vajpayee)৷ এই দক্ষ অভিনেতা এদিন নিজের লুকটি শেয়ার করে লিখেছেন, "সবচেয়ে প্রিয় মানুষদের অন্যতম, দূরদর্শী, একজন সত্যিকারের দেশপ্রেমিক এবং এমন একজন যিনি জনসাধারণের মানুষ…ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করতে পেরে সম্মানিত ও আনন্দিত । আমি আশা করি আমি প্রত্যাশা পূরণ করতে পারব ৷"

এমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁকে বেছে নেওয়ার জন্য পরিচালক কঙ্গনা রানাওয়াতকে ধন্যবাদ জানাতেও ভোলেননি তিনি ৷ তিনি লেখেন,"অটলজীর চরিত্রে আমাকে ভাবার জন্য় আপনাকে ধন্যবাদ ৷ আপনি নিঃসন্দেহে আমাদের দেশের সবচেয়ে প্রতিভাবান এবং বহুমুখী অভিনেত্রীদের একজন তবে আপনি একজন সমান ভালো অ্যাক্টরস ডিরেক্টর ।" ছবির সঙ্গে অটলজীর 'আগ লাগাকার জ্বলনা হোগা, কদম মিলাকার চলনা হোগা' শীর্ষক কবিতার একটি অংশও তুলে ধরা হয়েছে ৷ সেসময় তিনি ছিলেন একজন তরুণ নেতা ৷

আরও পড়ুন:ভারত বাংলাদেশ সম্প্রীতি পুরস্কারে সম্মানিত ভাস্বর চিরঞ্জিত

কঙ্গনার এই নতুন প্রজেক্টটি দেখার জন্য় রীতিমতো মুখিয়ে আছেন সকলেই ৷ ইতিমধ্য়েই এই ছবি নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলেও ৷ অনেকের মতে কঙ্গনা এই ছবিতেও একটি বিশেষ রাজনৈতিক দলের 'মাউথপিস'-এর ভূমিকাই পালন করবেন ৷ একাংশ আবার একেবারেই এই বিষয়টি মানতে নারাজ ৷ কঙ্গনা নিজেই ইন্দিরার প্রতি তাঁর শ্রদ্ধার কথা জানাতে ভোলেননি ৷ কাহিনী এখন কোন দিকে গড়ায় তার জন্য় আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে ৷

ABOUT THE AUTHOR

...view details