মুম্বই, 27 এপ্রিল: নেতিবাচক প্রচারের জেরেই তেমনভাবে চলেনি 'ধাকড়', এমনটাই মত ছিল অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের ৷ তবে এখন তিনি মেতে উঠেছেন তাঁর পরবর্তী ছবি 'ইমার্জেন্সি' নিয়ে ৷ ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে তাঁকে ৷ ইতিমধ্যেই তাঁর প্রথম লুক বেশ নজর কেড়েছে অনুরাগীদের ৷ প্রসথেটিকের ব্যবহারের পর ইন্দিরার বাহ্যিক লুকটিকে অনেকটাই ধরতে পেরেছেন অভিনেত্রী ৷ তবে চরিত্রটি তিনি কতখানি ফুটিয়ে তুলতে পারেন, সেটাই এখন দেখার ৷
ইতিমধ্যেই জানা গিয়েছে ছবিতে জয়প্রকাশ নারায়ণের চরিত্রে অভিনয় করতে চলেছেন অনুপম খের ৷ আর এবার সামনে এল কাহিনির আরও একটি গুরুত্বপূর্ণ চরিত্রের প্রথম লুক ৷ ছবিতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করবেন অভিনেতা শ্রেয়স তলপাডে (Shreyas Talpade first look as Atal Bihari Vajpayee)৷ এই দক্ষ অভিনেতা এদিন নিজের লুকটি শেয়ার করে লিখেছেন, "সবচেয়ে প্রিয় মানুষদের অন্যতম, দূরদর্শী, একজন সত্যিকারের দেশপ্রেমিক এবং এমন একজন যিনি জনসাধারণের মানুষ…ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর চরিত্রে অভিনয় করতে পেরে সম্মানিত ও আনন্দিত । আমি আশা করি আমি প্রত্যাশা পূরণ করতে পারব ৷"