হায়দরাবাদ, 6 মে:বাঙালি পরিচালক সুদীপ্ত সেন পরিচালিত 'দ্য় কেরালা স্টোরি' ছবি নিয়ে বিতর্ক এখন তুঙ্গে ৷ কেউ বলছেন এই ছবি প্রচারসর্বস্ব, কেউ কেউ আবার ছবির প্রশংসায় পঞ্চমুখ ৷ এমনকী প্রধানমন্ত্রী মোদি পর্যন্ত এই ছবি নিয়ে মুখ খুলেছেন ৷ ছবিতে তুলে ধরা হয়েছে একজন হিন্দু নারীর গল্প ৷ বেশ কিছু মুসলিম বন্ধুর পরামর্শে তার ধর্ম পরিবর্তন করানো হয় ৷ পরে সে শিকার হয় মানবপাচারের ৷ এভাবেই একদিন সে সন্ত্রাসবাদী সংগঠন আইএসআইএসের অংশ হয়ে যায় ৷ এই কাহিনি নিয়ে নানা মুনির নানা মত ৷
এরই মাঝে এই ছবিকে তাঁর রাজ্য়ে করমুক্ত করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান ৷ এর আগেই এই ছবিকে করমুক্ত করার জন্য় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য়ে চিঠি লিখেছিলেন মন্ত্রী রাহুল কোঠারি ৷ শুধু রাহুল নয় বিজেপি এবং অন্যান্য় বেশকিছু হিন্দুত্ববাদী সংগঠন এই ছবিকে করমুক্ত করার দাবি তোলেন ৷ সম্প্রতি একটি টুইটের মাধ্যমে শিবরাজ সিং চৌহান এই খবর দিয়েছেন ৷ তিনি টুইটে লেখেন, "দ্য় কেরালা স্টোরি' ছবিটি সন্ত্রাসবাদের এক ভয়ংকর সত্য়কে তুলে ধরেছে ৷ এই ছবিটিকে মধ্য়প্রদেশে করমুক্ত করা হল ৷"