পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Shilpa Shetty Daughter Viral Video: তিনে পা দিতে না দিতেই মায়ের জুতোয় পা শামিসার, মেয়ের জন্মদিনে ভিডিয়ো শেয়ার করলেন শিল্পা - মেয়ের জন্মদিনে ভিডিয়ো শেয়ার করলেন শিল্পা

কন্যা শামিসার তৃতীয় জন্মদিনে তাকে নিয়ে মেতে উঠলেন অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty on Her Daughter Birthday) ৷ শেয়ার করলেন একটি আদুরে ভিডিয়ো ৷

Shilpa Shetty Daughter Viral Video
কন্যা শামিসার তৃতীয় জন্মদিনে তাকে নিয়ে মেতে উঠলেন অভিনেত্রী শিল্পা শেট্টি

By

Published : Feb 15, 2023, 3:18 PM IST

Updated : Feb 15, 2023, 4:15 PM IST

মুম্বই, 15 ফেব্রুয়ারি:মেয়ে শামিসার তিন বছরের জন্মদিন নিয়ে মেতে উঠেছেন নায়িকা শিল্পা শেট্টি ৷ মেয়ের জন্মদিনে একটি সুন্দর ভিডিয়ো শেয়ার করেছেন অভিনেত্রী নিজেই ৷ মঙ্গলবার রাতে শেয়ার করা শিল্পার এই ভিডিয়োটি ইতিমধ্যেই ভাইরাল সামাজিক মাধ্যমে ৷ ছোট্ট শামিসার আধো আধো কথাও রীতিমতো মন কেড়েছে নেটিজেনদের ৷ ভিডিয়োতে দেখা যায় কন্যে এখন থেকেই পা গলানোর চেষ্টা করছে মায়ের জুতোয় (Shilpa Shetty on Her Daughter Birthday)৷

ভিডিয়োর ক্য়াপশনে নায়িকা লিখেছেন, 'হায় সময় কত তাড়াতাড়ি বয়ে যায় ৷ ছোট আমি এখন থেকেই মায়ের জুতোয় পা গলানোর চেষ্টা করছে ৷ গুড়িয়া শুভ তৃতীয় জন্মদিন ৷ আমরা তোমায় ঠিক কতটা ভালোবাসি তা বলে বোঝাতে পারব না ৷ আমাকে যে তুমি মা হিসাবে বেছে নিয়ে এতেই আমি ধন্য় ৷' ভিডিয়োতেও দেখা যায়, শিল্পা হাসতে হাসতে মেয়েকে জিজ্ঞাসা করছেন, "মা তুমি এটা কী করছ ?" উত্তর শামিসা জানিয়েছে সে তার বাবার জুতো পরেছে ৷ যদিও আসলে তার পায়ে রয়েছে শিল্পার একটি হাই হিল ৷ শামিসা স্পষ্টতই মাকে জানিয়েছে, এই জুতোটা বেশ পছন্দ তার ৷ এরপর অবশ্য় নিজের জুতোও নিজেই পায়ে গলিয়েছে সে ৷ মা মেয়ের এই মজার ভিডিয়ো দেখে হেসে খুন নেটপাড়া ৷

শিল্পার মাও তাঁর নাতনিকে শুভেচ্ছা জানিয়েছেন এই পোস্টের কমেন্ট বক্সে ৷ তিনি লিখেছেন, "শুভ জন্মদিন আমার আদুরে শামিসা ডল ৷ তুমি আমাদের সবার জীবনে অনেক অনেক খুশি আর আনন্দ বয়ে এনেছ ৷" প্রসঙ্গত, শিল্পা এবং ব্যবসায়ী রাজ কুন্দ্রা সাতপাকে বাঁধা পড়েন 2009 সালের নভেম্বর মাসে ৷ 2012 সালে প্রথমবার মা হন শিল্পা ৷ শিল্পার প্রথম সন্তানের নাম ভিয়ান ৷ এর পর 2020 সালের ফেব্রুয়ারিতে দ্বিতীয়বার মা হন তিনি ৷

আরও পড়ুন:'আজ ফির তুম পে পেয়ার আয়া হ্যায়', বিয়ের পর প্রথম ভ্যালেনটাইনস ডে তে মেতে উঠলেন সিদ্ধার্থ কিয়ারা

এই সুপারমম একই ফিল্মি দুনিয়াতেও ভীষণ সক্রিয় ৷ তাঁকে আগামীতে দেখা যাবে পরিচালক রোহিত শেট্টির ক্রপ ইউনিভার্সের একজন গুরুত্বপূর্ণ সদস্য হিসাবে ৷ আগামীতে এই 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' প্রজেক্টের হাত ধরে তিনি পা রাখবেন ওটিটিতে ৷

Last Updated : Feb 15, 2023, 4:15 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details