পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Shilpa Shetty: 'নিয়ম ভালোই জানি', জুতো পরে জাতীয় পতাকা উত্তোলন নিয়ে কটাক্ষের পালটা দিলেন শিল্পা - কটাক্ষের জবাবে সরব শিল্পা

জুতো পরে জাতীয় পতাকা উত্তোলন নিয়ে কটাক্ষ ৷ এবার পাল্টা ট্রলারদেরই একহাত নিলেন শিল্পা শেঠি ৷ লিখলেন, "আমি জানি জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে কী কী নিয়ম মানতে হয় ৷"

Pic Shilpa Shetty Instagram
জুতো পতাকা উত্তোলন শিল্পার

By

Published : Aug 16, 2023, 5:18 PM IST

হায়দরাবাদ, 16 অগস্ট: জুতো পরে জাতীয় পতাকা উত্তোলনের ভিডিয়ো সোশালে শেয়ার করে চরম ট্রলের শিকার হয়েছেন অভিনেত্রী শিল্পা শেট্টি ৷ 'জুতো পরে কেন পতাকা উত্তোলন করছেন?', 'এটা তো জাতীয় পতাকার অবমাননা!'... অভিনেত্রীকে উদ্দেশ্য করে এহেন নানা মন্তব্য ঘুরছিল সোশালে ৷ এবার সেই সমস্ত ট্রলারদের একহাত নিলেন নায়িকা ৷ শুধু তাই নয়, তিনি জানালেন কীভাবে এই ধরনের নেতিবাচক গুজব আর ভ্রান্ত ধারণা ছড়ায়, তা দেখেও তিনি বিরক্ত ৷

মঙ্গলবার পরিবারের সঙ্গে স্বাধীনতা দিবস উদযাপনের আনন্দে মেতে উঠেছিলেন অভিনেত্রী ৷ বাড়ির উঠোনেই মা সুনন্দা, স্বমী রাজ কুন্দ্রা এবং সন্তান বিয়ানকে সঙ্গে নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন তিনি ৷ ভারতে এখন চলেছে 'হর ঘর তিরঙ্গা' অভিযান ৷ আর সেই অভিযানেই অন্য়ান্য সেলেবদের সঙ্গে যোগ দেন শিল্পাও ৷ কিন্তু পতাকা উত্তোলনের সময়ও তাঁর পায়ে ছিল জুতো ৷ যা দেখে সোশাল মিডিয়েয় অভিনেত্রীকে ট্রল শুরু করেন নেটিজেনদের একাংশ ৷

জুতো পরে পতাকা উত্তোলনে কোনও ভুল নেই লিখলেন শিল্পা

মঙ্গলবার রাতেই প্রত্যাঘাত করেন শিল্পাও ৷ একটি স্ক্রিনশট এদিন শেয়ার করেন তিনি ৷ যেখানে দেখা যায় তিনি গুগলে জিজ্ঞেস করেছেন, ভারতের জাতীয় পতাকা উত্তোলনের সময় জুতো পরা যাবে না এমন কোনও নিয়ম আছে কি? তাতে পরিষ্কার জানানো হয়, না এরকম কোনও নিয়ম আমাদের সংবিধানে নেই ৷ স্ক্রিনশটটি শেয়ার করে তিনি লেখেন, "আসল তথ্য ৷"

আরও পড়ুন:দেশে 250 কোটি ছুঁতে চলল 'জেলর', সেঞ্চুরির দোরগোড়ায় অক্ষয়ের 'ওএমজি 2'

একইসঙ্গে ভিডিয়োর কমেন্ট সেকশনেও তিনি লেখেন, "আমি জানি জাতীয় পতাকা উত্তোলনের ক্ষেত্রে কী কী নিয়ম মানতে হয় ৷ দেশ এবং জাতীয় পতাকার আমার শ্রদ্ধাটা হৃদয়ের আর সেটা প্রশ্নাতীত ৷ আমি গর্বিত কারণ আমি ভারতীয় ৷" তিনি ট্রলারদেরও এক হাত নিয়ে লেখেন, "আর সেই সমস্ত ট্রলার্স (যাদের সাধারণত আমি পাত্তা দিই না) তাঁদের জন্য় বলি, আজকের এই দিনে যেভাবে নেতিবাচকতা ছড়াচ্ছেন আপনারা সেটা মানতে পারছি না ৷ তাই তথ্যগুলো একটু ঝালিয়ে নিন ৷ আর এখান থেকে সরে পড়ুন ৷"

ABOUT THE AUTHOR

...view details