পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / entertainment

Shilpa Shetty Obscenity Case: 'সস্তা প্রচারের জন্য়ই হয়রান করা হচ্ছে', চুম্বন কাণ্ড নিয়ে টানাপোড়েনের অভিযোগ শিল্পার - Shilpa shetty latest updates

2007 সালে নয়া দিল্লিতে একটি চ্যারিটি অনুষ্ঠানে মঞ্চেই রিচার্ড গেরেকে চুম্বন করেছিলেন অভিনেত্রী শিল্পা শেঠি ৷ সেই মামলায় এর আগে ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে অবহ্যতি দিলেও ফের রাজস্থান পুলিশের পক্ষ থেকে রায় চ্যালেঞ্জ জানানো হয় সেশন কোর্টে ৷ এবার তাঁর আবেদনে শিল্পা জানালেন, তিনি অভিযোগকারীর বিদ্বেষপূর্ণ আচরণ এবং হয়রানির শিকার ৷ অভিযোগকারী সস্তা প্রচারের জন্য় এই আদালতের দ্বারস্থ হয়ে তাঁকে হয়রানি করার চেষ্টা করছেন ৷

Shilpa Shetty Obscenity Case
সস্তা প্রচারের জন্য়ই তাঁকে হয়রান করা হচ্ছে, চুম্বন কান্ড নিয়ে টানাপোড়েনে অভিযোগ শিল্পার

By

Published : Jul 27, 2022, 3:01 PM IST

মুম্বই, 27 এপ্রিল:2007 সালে নয়া দিল্লিতে একটি চ্যারিটি অনুষ্ঠানে মঞ্চেই রিচার্ড গেরেকে চুম্বন করেছিলেন অভিনেত্রী শিল্পা শেঠি (Shilpa Shetty Richard Gere kiss case)৷ এই ঘটনা রেশ এখনও চলছে ৷ মুম্বাইয়ের ম্যাজিস্ট্রেট আদালত জানুয়ারির মাসে তাঁকে এই অশ্লীলতার মামলা থেকে অব্যহতি দেয় ৷

কিন্তু এপ্রিলে সেশন আদালতে রাজাস্থান পুলিশ দাবি করে শিল্পাকে অব্যহতি দেওয়া ঠিক হয়নি ৷ চুম্বন কান্ড থেকে তাঁকে অব্যহতি দেওয়া এবং প্রকাশ্য়ে চুম্বন করার অনুমতি দান অশ্লীলতারই নামান্তর ৷

তার উত্তরেই নিজের আইনজীবীর মাধ্যমে চ্যালেঞ্জ জানিয়েছেন শিল্পা ৷ অভিনেত্রী জানান, তিনি অভিযোগকারীর বিদ্বেষপূর্ণ আচরণ এবং হয়রানির শিকার ৷ তিনি একজন শিল্পী হিসেবে জনসমক্ষে সবর্দাই দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন ৷ অভিযোগকারী সস্তা প্রচারের জন্য় এই আদালতের দ্বারস্থ হয়ে তাঁকে হয়রানি করার চেষ্টা করছে ৷

আরও পড়ুন:কলকাতায় অকাল বিসর্জন, নাচে গানে ঢাকের তালে মাতোয়ারা দিতিপ্রিয়া, বং গাই, সৌরভরা

শিল্পার বিরুদ্ধে অভিযোগ এই যে, 2007 সালে হলিউড তারকা যখন তাঁকে প্রকাশ্য়ে চুম্বন করেন তখন তার কোনও প্রতিবাদ করেননি শিল্পা ৷ তবে অভিনেত্রী তাঁর আবেদনে পরিষ্কার জানিয়েছেন, এই ঘটনা তাঁকে কোনও ষড়যন্ত্রকারী বা বড় অপরাধী হিসাবে চিহ্নিত করে না ৷

ABOUT THE AUTHOR

...view details