মুম্বই, 29 জানুয়ারি: তারা বর্তমানে উওমেন অফ দ্য মোমেন্ট ! তাঁদের 'বেশরম রং' তুমুল জনপ্রিয় হয়েছে ৷ যাঁর কৃতিত্বের অন্যতম দাবিদার দু'জন, একজন অন-স্ক্রিনে এবং অন্যজন প্লেব্যাকে ! সেই 'বেশরম' গানের গায়িকা শিল্পা রাও (Besharam Rang Singer) ভূয়সী প্রশংসা করলেন দীপিকা পাড়ুকোনের ৷ তাঁর সঙ্গে এক ফ্রেমে থাকা একটি ছবি শেয়ার করে অনুরাগীদের ট্রিট দিয়েছেন শিল্পা (Shilpa Calls Deepika Boss Lady)৷
এক ফ্রেমে দীপিকা ও শিল্পা: রবিবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে 'বেশরম' স্টার দীপিকা পাড়ুকোনের (Deepika Padukone News) সঙ্গে তাঁর একটি ছবি শেয়ার করেছেন শিল্পা রাও ৷ তিনি দীপিকাকে "অনস্ক্রিন এবং অফস্ক্রিনের বস লেডি" হিসেবে তুলে ধরেছেন । শিল্পার ফটোগ্রাফার স্বামী রীতেশ কৃষ্ণানও রয়েছেন সেই ছবির ফ্রেমে ।
'অনস্ক্রিন এবং অফস্ক্রিনের বস লেডি দীপিকা': শিল্পা ছবিটি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন, "অনস্ক্রিন এবং অফস্ক্রিনের বস লেডি দীপিকা পাড়ুকোনের সঙ্গে...৷" শিল্পা আরও লেখেন, "যখনই আমি আপনার সঙ্গে দেখা করি তখনই যে ভালোবাসা এবং উষ্ণতা পাই তার জন্য আপনাকে ধন্যবাদ । আরও শক্তিশালী হোন আপনি । রীতেশ এবং আমার একটি সুপার ডুপার নাইট ছিল ।"